রবিবার, ২৭ জুলাই ২০২৫ ।। ১১ শ্রাবণ ১৪৩২ ।। ২ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি নেতৃত্ব প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ইবনে শাইখুল হাদিস ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা পরস্পরের জীবনসঙ্গী হিসেবে সফলতার মন্ত্র ফখরুলের ‘দক্ষিণপন্থীদের উত্থান’ মন্তব্যে কড়া সমালোচনা ইসলামী আন্দোলনের মহাসচিবের পি আর পদ্ধতিতেই জবাবদিহিতামূলক সরকার কায়েম হবে: পীর সাহেব চরমোনাই  প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধনের কাগজপত্র বিতরণ শুরু বাসচাপায় মাদরাসা ছাত্রী নিহত, সড়ক অবরোধ একা পারছি না, বিভিন্ন পর্যায়ে আলেমদের অংশগ্রহণ জরুরি: ধর্ম উপদেষ্টা জুলাই সনদে মাদরাসা ছাত্রদের স্বীকৃতিও দিতে হবে: গাজী আতাউর রহমান

গাজা-কাশ্মীরে জাতিসংঘ মানবাধিকার কমিশনের ভূমিকা নেই কেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জৈনপুরের পীর ড. মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী প্রশ্ন করেছেন, “গাজায় যখন শিশু ও নিরীহ মুসলমানদের নির্মমভাবে হত্যা করা হয়, কাশ্মীর কিংবা চীনের উইঘুরে যখন মুসলিম নিপীড়ন চলে—তখন জাতিসংঘের মানবাধিকার কমিশন কোথায় থাকে? তাদের কোনো কার্যকর ভূমিকা দেখা যায় না কেন?”

শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজের পর রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ‘ইন্তিফাদা বাংলাদেশ’-এর আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে আলেম-ওলামারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পল্টন হয়ে শাপলা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, “বাংলাদেশে যেন কেউ ইসলামের কথা, জিহাদের কথা না বলতে পারে—এই উদ্দেশ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে। এটি মানবাধিকারের নামে নতুন ষড়যন্ত্র।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই ষড়যন্ত্র বরদাশত করা হবে না।”

সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরিস। এতে আরও বক্তব্য দেন—মুফতি জসিম উদ্দিন রাহমানী, খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, মাহমুদুল হাসান গুনবী, রফিকুল ইসলাম মাদানী, আসিফ আদনান, আহমাদ রফিক, শফিকুল ইসলাম ও আশিক আল আবিদ প্রমুখ।

এছাড়া, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আরেকটি বিক্ষোভ সমাবেশ হয়। সেখান থেকে একটি মিছিল বের হয়ে পল্টন মোড়সহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।

জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী সমাবেশে বলেন, “জাতিসংঘের মানবাধিকার কমিশনের সঙ্গে এই চুক্তি জনগণের মতামত ছাড়াই হয়েছে, যা গণতন্ত্র ও স্বচ্ছতার পরিপন্থী।” তিনি আরও বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। আমাদের নিজস্ব সংবিধান, বিচারব্যবস্থা ও মানবাধিকার কমিশন রয়েছে। তাই আন্তর্জাতিক কোনো পর্যবেক্ষক প্রতিষ্ঠানের স্থায়ী উপস্থিতি গ্রহণযোগ্য নয়।”

জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন—সিনিয়র যুগ্ম মহাসচিব বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, সহকারী মহাসচিব জয়নুল আবেদীন, সহসাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান ও প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ