শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় নির্বাহী সদস্যের মায়ের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক মদিনায় তিন বছর ধরে আইসিইউতে থাকা এক বাংলাদেশি আলেমের করুণ কাহিনি আল্লামা আহমদ শফী রহ.: খণ্ড খণ্ড গল্প

ইসলামি বইমেলা নিয়ে একটি প্রস্তাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুবায়ের রশীদ

বায়তুল মোকাররম ইসলামি বইমেলা শুরু হচ্ছে। এবারের মেলাকে আন্তর্জাতিক মেলায় রূপদানের চেষ্টা চলছে এবং শোনা গেছে ইতোমধ্যে মিশর বৈরুত ও পাকিস্তান থেকে প্রসিদ্ধ কয়েকটি প্রকাশনী তাদের কিতাবাদি শিপে পাঠিয়ে দিয়েছে। 

বইমেলাকে সফল করার জন্য আমার একটি প্রস্তাবনা: 
সিনিয়র প্রকাশকদের একটি টিম ঢাকার বড় মাদরাসাগুলোতে যাবেন, সাথে যদি কয়েকজন পরিচিত লেখক ও অ্যাকটিভিস্ট থাকেন তাহলে তো আরো ভালো। তারা গিয়ে মাদরাসা কর্তৃপক্ষের সাথে বইমেলা নিয়ে মতবিনিময় করবেন এবং অনুরোধ করবেন, যেন মেলা চলাকালীন যেকোনো একটি দিন মাদরাসার সকল ছাত্র-শিক্ষককে বইমেলায় যাওয়ার আম অনুমতি দেন। সেদিন সকলে মেলায় আসবেন, বিভিন্ন দেশি-বিদেশি প্রকাশনীর হাজার হাজার কিতাব ঘুরেফিরে দেখবেন, পছন্দ হলে কিনবেন। 

এতে ছাত্র-শিক্ষকদের যে বিরাট ফায়দা হবে, তা বলার অপেক্ষা রাখে না। বই জিনিসটাই এমন, ছাত্রদের কাছে গুরুত্ব তুলে ধরলে তারা বুঝতে পারে, সংগ্রহ করে, পড়ে। অভিজ্ঞতায় দেখেছি, সুযোগ ও পরিবেশ পেলে ছাত্ররা প্রচুর বই সংগ্রহ করে।

যাদের মধ্যে সংগ্রহের ও পড়ার নেশা গড়ে ওঠে তাদের হৃদয়েই বড় স্বপ্ন আর যুগান্তকারী চিন্তার জন্ম নেয়, তারাই জাতিকে স্বপ্ন দেখায়। আশা করি মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পারবেন। 

সেইসাথে বইমেলাও জমজমাট হবে। কিছু মাদরাসা যখন আসা শুরু করবে তাদের দেখাদেখি অন্যরাও আসতে উদ্বুদ্ধ হবে। ইসলামি প্রকাশনার যে জাগরণের আমরা স্বপ্ন দেখছি, সকলকে নিয়েই বাস্তবায়ন করতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ