শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় নির্বাহী সদস্যের মায়ের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক মদিনায় তিন বছর ধরে আইসিইউতে থাকা এক বাংলাদেশি আলেমের করুণ কাহিনি আল্লামা আহমদ শফী রহ.: খণ্ড খণ্ড গল্প চামড়ায় দেওয়া লবণে রং মিশিয়ে তৈরি হতো বিট লবণ

শ্রীপুরে আসামি ছিনিয়ে নেওয়া: ইসলাম ও রাস্ট্রীয় আইনের প্রতি জঘন্যতম অবমাননার নজির


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

।। ‎মাওলানা মুহাম্মাদ হাদিউজ্জামান।। 

‎শ্রীপুরে পুলিশের উপস্থিতিতে এক শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা আমাদের রাষ্ট্র ও ধর্ম—দু'টোর প্রতিই সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। প্রকাশ্য দিবালোকে, পুলিশ হেফাজতে থাকা একজন অপরাধীকে ছিনিয়ে নেওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—এটি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বহীনতা, দুর্বল প্রস্তুতি এবং নজরদারির মারাত্মক ঘাটতির প্রমাণ।

‎এই ঘটনায় যারা জড়িত, তারা শুধু আইনের শত্রু নয়—তারা ইসলামের দৃষ্টিতেও অপরাধী। ইসলাম অপরাধীকে শাস্তি দেওয়ার পক্ষে, তাকে পালাতে সাহায্য করার পক্ষে নয়। ধর্মের নামে যারা সহিংসতা ও অপরাধকে জায়েজ করে, তারা ইসলামকে কলঙ্কিত করছে।

‎পুলিশ ও প্রশাসনের প্রতি প্রশ্ন: কীভাবে একজন পরিচিত অপরাধী, যাকে আপনারা ধরেছেন, আপনাদের সামনে থেকে ছিনিয়ে নেওয়া সম্ভব হলো? এটা ব্যর্থতা নয়, এটি দায়িত্বে অবহেলা।

‎আমরা চাই—

‎1. এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক।

‎2. জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

‎3. এবং পুলিশ বাহিনীর অবহেলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা হোক।

‎রাষ্ট্রের হাতে যদি আইন থাকে, তবে তা প্রয়োগে এমন শৈথিল্য কাম্য নয়। ইসলাম যেমন অন্যায় বরদাশত করে না, তেমনি আইনের শাসনও দুর্বলতার জায়গা নয়।

‎সভাপতি বাংলাদেশ খেলাফত যুব মজলিস
‎শ্রীপুর উপজেলা

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ