সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
অতীতে যারা ক্ষমতায় ছিল তারা উন্নয়নের নামে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে: মোহাম্মদ কামাল হোসেন বিশ্ব এইডস দিবস ২০২৫: অজ্ঞতা ভাঙলেই কমবে সংক্রমণের ঝুঁকি ‘আগামী নির্বাচনে ইসলামি শক্তির বিজয় নিশ্চিত করতে হবে’ তিন মাসে বয়ে যেতে পারে ৮টি শৈত্যপ্রবাহ জোড় ইজতেমার আখেরি মোনাজাত কাল সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. আইয়ুব মিয়া জমিয়ত ঘোষিত প্রার্থীদের গণসংযোগ অব্যাহত রাখার নির্দেশনা আফগান যুদ্ধাপরাধ ধামাচাপা দিয়েছিল যুক্তরাজ্যের বিশেষ বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা ‘পায়ের নিচের মাটি সরে যাওয়ায় কেউ কেউ নির্বাচন পেছানোর চেষ্টা করছে’ ফিরে দেখা ১ ডিসেম্বর ২০১৮, কী ঘটেছিল সেদিন

নিজেকে দাঈ বলা সহজ, হওয়া নয়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি লুৎফুর রহমান ফরায়েজী

নবী রাসূলগণ দাওয়াত দিতেন। সেই নামে অনেকেই দাওয়াত দেবার দাবি করেন। গর্ব করে বলেন: "কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছি অমুক স্থানে"!

কিন্তু আসলে আমারা নবীদের দাওয়াতী আখলাক কী গ্রহণ করতে পেরেছি?

গ্রামের অনেক মাদ্রাসা আছে। যেসব মাদ্রাসাগুলো বছরের বাৎসরিক মাহফিলে হওয়া কালেকশন এবং রমজানের বিশেষ কালেকশনে সারা বছর ব্যায় নির্বাহ করে থাকে।

স্বাভাবিকভাবে মাদ্রাসা কর্তৃপক্ষ চায় এমন বক্তাকে আনতে যার নামে লোকসমাগম বেশি হবে। তাকে সামনে রেখে যেন মাদ্রাসার একটু কালেকশন বেশি হয়।

মূলত এ কারণে প্রতিষ্ঠানের অনেক মোখলেস পরিচালকেরা অনিচ্ছা সত্বেও বদ মেজাজী ভাইরাল বক্তাদের দাওয়াত দিয়ে থাকে।

আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী দামাত বারাকাতুহুমকে আমি দেখেছি। যখনই হযরতকে বলা হয় যে, হযরত! মাদ্রাসার মাহফিল। এখন একটু কালেকশন হবে। আপনাকে নির্দিষ্ট সময় দিতে পারলাম না, একটু পরে দেব।

হযরত এতে মোটেও বিরক্ত হন না। বলেন "ঠিক আছে যদি মাদ্রাসার কালেকশন হয় তাহলে আমি দেরি করতে রাজি আছি।"

দ্বীনি প্রতিষ্ঠানের প্রতি এরকম আন্তরিকতা এই মানুষটাকে আমাদের অন্তরের গভীরে জায়গা দিয়েছে।

 বক্তাদের প্রতি অনুরোধ: অন্তত গ্রামের মাদ্রাসাগুলোর মাহফিল এর ক্ষেত্রে ছাড় দেওয়ার মানসিকতা রাখুন। আল্লাহ তায়ালার কাছে হয়তো এ উসিলায় ক্ষমা পাবার মাধ্যম পেয়ে যেতে পারেন।

লেখক: পরিচালক-তালীমুল ইসলাম ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার ঢাকা

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ