শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন

আল্লাহর ভয় না থাকলে শুধু আইন দিয়ে আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে না : মাওলানা সাঈদুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা সাঈদুর রহমান বলেছেন, আদর্শ রাষ্ট্র গঠন করতে হলে যারা রাষ্ট্রের দায়িত্বশীল হবেন তারা মুত্তাকী বা আল্লাহভীরু হতে হবে। শাসকের মাথায় রাখতে হবে যে, তাকে একদিন মরতে হবে এবং আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তিনি রাষ্ট্র পরিচালনা দায়িত্ব সংক্রান্ত প্রত্যেকটি বিষয়ে জবাবদিহি করবেন তখন কি জবাব দিব এই বিষয়টি মাথায় রাখতে হবে।

তিনি বলেন, অন্তরে আল্লাহর ভয় না থাকলে শুধু আইন দিয়ে, আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী দিয়ে আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে না। রাষ্ট্রের শৃঙ্খলার জন্য আইন ও আইনপ্রয়োগকারী সংস্থার প্রয়োজনীয়তা অবশ্যই আছে কিন্তু শাসক ও জনগণের মনে আল্লাহর ভয় থাকা হচ্ছে এগুলোর সফলতার পূর্বশর্ত।

১৮ অক্টোবর ২০২৪ শুক্রবার বিকাল তিনটায় রাজধানীর ওয়ারী থানাস্থ এক মিলনায়তনে খেলাফত আন্দোলন ওয়ারী থানা শাখা কতৃক আয়োজিত 'আদর্শ রাষ্ট্র গঠনে উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ জনতার করণীয়' শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলাফত আন্দোলন ওয়ারী থানা শাখার আহবায়ক মাওলানা শফিক সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজ। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, তথ্য ও গবেষণা সম্পাদক এবং ঢাকা মহানগর আমীর মাওলানা মাহবুবুর রহমান।

আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলন ঢাকা মহানগর নায়েবে আমীর মাওলানা আখতারুজ্জামান আশরাফী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সেক্রেটারি মোফাচ্ছির হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মুফতী মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা জাফর আহমাদ, খেলাফত ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ