শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


মাদারীপুর-৩ আসনে হাতপাখার প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস এম আজিজুল হকের মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচনি এলাকা সদর উপজেলার মোস্তফাপুর থেকে শুরু এই শোডাউন। মোটরসাইকেল শোভযাত্রাটি মাদারীপুর-শরিয়তপুর মহাসড়ক প্রদক্ষিণসহ বেশ কয়েকটি সড়ক ঘুরে কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকায় গিয়ে শেষ হয়।

পুরো মোটরসাইকেল যাত্রাজুড়ে নেতাকর্মীরা হাতপাখা প্রতিকের পক্ষে নানান স্লোগান দেন এবং হাতে হাতে হাতপাখার প্রতিকের প্ল্যাকার্ড ধারণ করেন। রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উদ্দেশে ছাদখোলা গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা এস এম আজিজুল হক।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ