কুষ্টিয়া থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজার পেশা ব্যবসা ও কৃষিকাজ। তার দাখিলকৃত হলফনামা অনুসারে, এই দুই খাত থেকে তার বার্ষিক আয় প্রায় ৯ লাখ ১৬ হাজার ৪০০ টাকা।
মুফতি আমির হামজা কৃষি থেকে বার্ষিক ৫৫ হাজার টাকা ও ব্যবসা থেকে ৮ লাখ ৬১ হাজার ৪০০ টাকা আয় করেন। তবে তিনি কোন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত, তা হলফনামায় উল্লেখ নেই।
হলফনামায় দেখা যায়, তার হাতে নগদ ২ লাখ ৪৫ হাজার ১৭০ টাকা, আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ১২ লাখ ৪০ হাজার ৮৪২ টাকা। এছাড়া মোটরযানের মূল্য ২৫ লাখ ২৫ হাজার টাকা, ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্রের মূল্য আনুমানিক ৬ লাখ টাকা।
আমির হামজার নামে একটি ভবন ও একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। ০.৩৩ একর জমির ওপর নির্মিত ভবনের মূল্য ৮৪ লাখ ৩৬ হাজার টাকা এবং অ্যাপার্টমেন্টের মূল্য ২০ লাখ টাকা। তার মালিকানাধীন ০.৭৮ একর কৃষিজমির মূল্য প্রায় ১১ লাখ ৪৭ হাজার টাকা।
আমির হামজার স্ত্রী ও তিন কন্যার নামে ব্যাংকে যথাক্রমে প্রায় ১ লাখ ৯৪ হাজার ও ৬ লাখ টাকা জমা রয়েছে। স্ত্রীর কাছে রয়েছে ১০ ভরি সোনার গয়না, যার মূল্য ৬ লাখ টাকা, এবং ১২ কাঠা কৃষিজমি।
মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৫৭ লাখ টাকার ওপর। এই তথ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দাখিলকৃত হলফনামার মাধ্যমে জানা গেছে।
আরএইচ/