শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার ইসকন নিষিদ্ধের দাবিতে সাভারে ইত্তিহাদুল উলামার বিক্ষোভ বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ছেলের সাথে প্রাণ গেলো বাবার ইসকন নিষিদ্ধসহ সাত দফা দাবীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১০ বিভাগীয় শহরে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ শনিবার ইসকন বাংলাদেশের জন্য অশনিসংকেত: ছাত্র জমিয়ত বাংলাদেশ

কওমি স্বীকৃতি ইস্যুতে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে আওয়ার ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসার স্বীকৃতির বাস্তবায়ন বিষয়ে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে অনলাইন সংবাদমাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। প্রতিযোগিতাটি আগামী ২৬ জুন বৃহস্পতিবার  সন্ধ্যা ৭ টায় আওয়ার ইসলাম স্টুডিওতে অনুষ্ঠিত হবে।

এই আয়োজনকে কেন্দ্র করে আজ বুধবার (৪ জুন) বাদ আসর আওয়ার ইসলাম কার্যালয়ে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন—ইসলামি লেখক ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, চৌধুরীপাড়ার শেখ জুনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার মুহাদ্দিস মাওলানা এনায়েত কবির এবং আলেম লেখক আবুল ফাতাহ কাসেমী।

বৈঠকে কবি মুনীরুল ইসলাম প্রতিযোগীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, আমরা অনুশীলনের জন্য এই আয়োজন করেছি। আমাদের প্রতিভার বিকাশ হবে।

তবে যুক্তি উপস্থাপন করতে গিয়ে যেন কেউ আকাবির আসলাফদের শানে সম্মানজনক শব্দ ব্যবহার করবো। 

আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব বলেন, ‘এই বিতর্ক প্রতিযোগিতা শুধু সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত। আমরা কোনো বিজয়ী ঘোষণা করব না—বিজয়ী নির্ধারণ করবেন দর্শকরা।’

তিনি প্রতিযোগীদের উদ্দেশে বলেন, ‘আপনারা এখনো ছাত্র। বিতর্কে জিততে গিয়ে কোনো পক্ষ-বিপক্ষের মুরব্বিদের সম্পর্কে অশোভন শব্দ ব্যবহার করবেন না। এতে ছাত্রজীবনে নেতিবাচক প্রভাব পড়বে।’

প্রস্তুতি বৈঠকে উপস্থিত প্রতিযোগীদের মধ্যে ছিলেন—ফয়জুল্লাহ ফুয়াদ, কাজী যিমাম আহমাদ, ফেরদৌস ইসলাম, জুনাঈদ আহমদ, মুজাহিদুল ইসলাম, লোকমান হাদী, আসলাম বিন আব্দুল হক, নাঈমুল হাসান ও রহমত উল্লাহ এহসান সাজিদ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ