রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ।। ১০ কার্তিক ১৪৩২ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
স্কুলে ধর্ম শিক্ষক নিয়োগসহ ১৩ দফা দাবি আফগান-ইরান-তুরস্কের মধ্যে ত্রিমুখী রেল সহযোগিতা চুক্তি সই সিরিয়ার আলেপ্পোতে কুরআনের হাফেজ হলেন ৫৪ শিক্ষার্থী; দেওয়া হলো সংবর্ধনা ইরানের আক্রমণাত্মক সক্ষমতার কাছে ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে ইসরায়েল বগুড়ায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ দিলেন কেটে-ছেঁটে ইসলাম উপস্থাপনকারীদের ক্ষমতায় দেখতে চায় না জনগণ: জমিয়ত স্কুলে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক চান মাওলানা আজহারী খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের

বৈদ্যুতিক প্রিপেইড ডিজিটাল মিটারের ব্যবহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিদ্যুতের ব্যবহারে লাগাম টানতে বিল সিস্টেমের পরিবর্তে চালু হয়েছে প্রিপেইড মিটার। অধিকাংশ বাড়িতেই এখন প্রিপেইড মিটার সিস্টেম চালু হয়েছে। বাড়িতে প্রিপেইড মিটার চালু হলেও এর ব্যবহার সম্পর্কে এখনও অনেকেই অস্পষ্ট। জানেন না কীভাবে এটি মেইনটেইন করতে হয়। আজকের আয়োজনে বৈদ্যুতিক প্রিপেইড ডিজিটাল মিটার ব্যবহারের কিছু তথ্য জানাব। 

প্রথম বার ১০০০ টাকা রিচার্জে আপনি পাবেন ৭৯২ টাকা।

কারণ-


১। মিটার পরীক্ষার সময় আপনাকে প্রথমেই ১০০ টাকা মিটারের সঙ্গে দেওয়া হয়েছিল। তাই প্রথম ১ বার ১০০ টাকা কাটবে।

২। ডিমান্ড চার্জ আগে প্রতি কিলোওয়াট লোডের জন্য ছিল ২৫ টাকা এখন ডিজিটাল মিটারের ক্ষেত্রে ১৫ টাকা। (প্রতি মাসে এক বার করে কাটবে)

৩। মিটার ভাড়া ৪০ টাকা। (প্রতি মাসে এক বার)।

৪। সরকারি ভ্যাট আগেও ছিল ৫ শতাংশ এখনো ৫ শতাংশ।

৫। সার্ভিস চার্জ ১০ টাকা। (প্রতি মাসে একবার)

বিঃ দ্রঃ এই সব কারণে ডিজিটাল মিটার প্রথম ১০০০ টাকার কার্ড রিচার্জে ১০০০ টাকার স্থানে ৭৯২ টাকা দেখাবে, কিন্তু আপনি ঐ মাসেই যদি আবার ১০০০ টাকা রিচার্জ করেন তাহলে শুধু সরকারি ভ্যাট ৫ শতাংশ টাকা কাটার পর বাকি টাকা মিটারে রিচার্জ হবে। তাই ডিজিটাল মিটারের গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

স্থিতি জানতে আরো কিছু বিশেষ তথ্য-

১। আপনি কত ইউনিট ব্যবহার করেছেন তা জানার জন্য ৮০০ চাপুন।

২। আপনার মিটারে কত টাকা জমা আছে তা জানতে ৮০১ চাপুন।

৩। ইমার্জেন্সি ব্যালেন্স জানতে ৮১০ চাপুন।

৪। মিটারটি চালু অথবা বন্ধ করতে ৮৬৮ চাপুন।

৫। আপনার মিটারটি কত কিলোওয়াটের তা জানতে ৮৬৯ চাপুন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ