শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কার্গো ভিলেজে আগুন: তদন্তে চীন, তুরস্ক সহ চার দেশের বিশেষজ্ঞ টিম মডেল ও আধুনিক ঢাকা-৫ গড়ার অঙ্গীকার হাতপাখার প্রার্থীর ঝিনাইদহে আলেম-ওলামার সঙ্গে বিএনপির মতবিনিময় আর কোনো দায়িত্ব নেব না, এটাই শেষ: ধর্ম উপদেষ্টা মাওলানা ওমর ফারুক সন্দ্বীপী হাসপাতালে, দোয়া কামনা মানব সম্পদ উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্যের বিকল্প নেই: পররাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক নেতা ও অনেক আলেম-ওলামার মৃত্যুদণ্ড মিথ্যা মামলায় দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যুক্তরাজ্যে মসজিদ ও মুসলিমদের নিরাপত্তায় ১৪ কোটি টাকার বিশেষ তহবিল হেফাজতে ইসলাম ইতালি শাখার নতুন কমিটি ঘোষণা শরীয়তপুরে খানকায়ে হাফেজ্জী হুজুর রহ.-এর ইসলাহি জোড় ১ নভেম্বর

গুগল ম্যাপে নিজের বাড়ির লোকেশন যুক্ত করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মিজানুর রহমান

বর্তমান যুগে প্রযুক্তির ছোঁয়ায় প্রতিটি কাজই সহজ হয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে গুগল ম্যাপে নিজের বাড়ির সঠিক অবস্থান যুক্ত করা এখন আর কষ্টসাধ্য নয়। বিশেষ করে, কেউ আপনার বাসা খুঁজে পেতে সমস্যায় পড়লে গুগল ম্যাপ হতে পারে একমাত্র নির্ভরযোগ্য দিকনির্দেশক।

চলুন জেনে নিই ধাপে ধাপে কীভাবে গুগল ম্যাপে নিজের বাড়ির লোকেশন যুক্ত করবেন:

১. গুগল ম্যাপ খুলুন:  মোবাইল বা কম্পিউটার থেকে গুগল ম্যাপ অ্যাপ বা ওয়েবসাইট খুলুন।

২. নিজের অবস্থান নির্ধারণ করুন:‘Your location’ চালু করে নিজের বাড়ির কাছে যান এবং মানচিত্রে সঠিকভাবে লোকেশন চিহ্নিত করুন।

৩. লোকেশন চেপে ধরুন: নিজের বাড়ির অবস্থানে আঙুল চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখুন। নিচে একটি পিন স্থাপিত হবে।

৪. তথ্য দিন: পিন স্থাপনের পর নিচে যে তথ্য খোলা প্যানেল আসবে, সেখান থেকে “Add a missing place” বা “Add your home” অপশন সিলেক্ট করুন।

৫. ঠিকানা ও নাম দিন: লোকেশনের নাম হিসেবে ‘Your Home’ বা নিজের নাম লিখতে পারেন। এরপর সঠিক ঠিকানা, ক্যাটাগরি (যেমন: Residence), ফোন নাম্বার (ঐচ্ছিক) ও অন্যান্য তথ্য দিন।

৬. সাবমিট করুন: সব তথ্য ঠিকঠাক দিয়ে ‘Submit’ বাটনে চাপ দিন। গুগল আপনার তথ্য যাচাই করে ২৪–৭২ ঘণ্টার মধ্যে সেটি প্রকাশ করবে।

বিশেষ টিপস: বাড়ির ফটোর স্পষ্ট ছবি দিতে পারলে দ্রুত অনুমোদন পাওয়া যায়। কেউ খুঁজে না পেলে লোকেশন শেয়ার করলেই সহজে পৌঁছাতে পারবেন।

নিজের বা পরিবারের সদস্যদের জন্য, এমনকি ছোটখাটো ব্যবসা পরিচালনার জন্যও এই পদ্ধতি অত্যন্ত কার্যকর। গুগল ম্যাপে নিজের বাড়ির লোকেশন থাকলে যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে আপনি আপনার অবস্থান সহজেই শেয়ার করতে পারবেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ