শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের

‘আমি যদি হাফেজ হতে পারতাম!’ উপজেলা নির্বাহী অফিসারের আকুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fulpur3ফুলপুর প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী তার বাবার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদ্রাসায় আয়োজিত মীলাদ মাহফিলে মুনাজাতপূর্ব সমাবেশে আফসোস করে বলেন, আহ! আমি যদি হাফেজ হতে পারতাম।

১ নভেম্বর অনুষ্ঠানে বাচ্চাদের সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াতে মুগ্ধ হয়ে তিনি বলেন, আমি যদি হাফেজ হতে পারতাম! তাহলে কতই না ভাল হতো। তোমাদের মত ছোট্ট থাকতে আরবি পড়িনি বলে এখন আফসোস লাগে। তোমরা ভালভাবে পড়বে। এর মধ্যে অনেক সাওয়াব রয়েছে।

বক্তৃতার এক পর্যায়ে বাবার কথা স্মরণ করে আবেগে তার চোখ ছলছল করে ওঠে। বাবার রূহের মাগফিরাত কামনা করে তিনি সকলের নিকট দোয়া চান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্থানীয় বিএনপি নেতা শফিকুল ইসলাম, সাংবাদিক নাজিম উদ্দিন, নুরুল আমিন, বিল্লাল হোসাইন প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা নাজমুল হাসান, ক্বারী হারুনুর রশিদ, মাওলানা আবুল বাশার, আবু বকর সিদ্দিক, হযরত আলী, মজিবর খান, আজিজুল হক, জালাল উদ্দিন, দুলাল প্রমুখ।

মুনাজাত পরিচালনা করেন, এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান।

এর আগে খতমে কুরআন, যিকির আযকার ও দুরুদ পাঠ করা হয় এবং মাদ্রাসার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরে ছাত্রদের লেখাপড়ার গুণগত মান সম্বন্ধে ধারণা দেয়া হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীকে মানপত্র প্রদান করা হয়। মানপত্র পাঠ করেন, হাফেজ মুস্তাকীম বিন আব্দুল মান্নান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ