বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

‘আমি যদি হাফেজ হতে পারতাম!’ উপজেলা নির্বাহী অফিসারের আকুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fulpur3ফুলপুর প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী তার বাবার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদ্রাসায় আয়োজিত মীলাদ মাহফিলে মুনাজাতপূর্ব সমাবেশে আফসোস করে বলেন, আহ! আমি যদি হাফেজ হতে পারতাম।

১ নভেম্বর অনুষ্ঠানে বাচ্চাদের সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াতে মুগ্ধ হয়ে তিনি বলেন, আমি যদি হাফেজ হতে পারতাম! তাহলে কতই না ভাল হতো। তোমাদের মত ছোট্ট থাকতে আরবি পড়িনি বলে এখন আফসোস লাগে। তোমরা ভালভাবে পড়বে। এর মধ্যে অনেক সাওয়াব রয়েছে।

বক্তৃতার এক পর্যায়ে বাবার কথা স্মরণ করে আবেগে তার চোখ ছলছল করে ওঠে। বাবার রূহের মাগফিরাত কামনা করে তিনি সকলের নিকট দোয়া চান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্থানীয় বিএনপি নেতা শফিকুল ইসলাম, সাংবাদিক নাজিম উদ্দিন, নুরুল আমিন, বিল্লাল হোসাইন প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা নাজমুল হাসান, ক্বারী হারুনুর রশিদ, মাওলানা আবুল বাশার, আবু বকর সিদ্দিক, হযরত আলী, মজিবর খান, আজিজুল হক, জালাল উদ্দিন, দুলাল প্রমুখ।

মুনাজাত পরিচালনা করেন, এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান।

এর আগে খতমে কুরআন, যিকির আযকার ও দুরুদ পাঠ করা হয় এবং মাদ্রাসার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরে ছাত্রদের লেখাপড়ার গুণগত মান সম্বন্ধে ধারণা দেয়া হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীকে মানপত্র প্রদান করা হয়। মানপত্র পাঠ করেন, হাফেজ মুস্তাকীম বিন আব্দুল মান্নান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ