বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

১৮ দিনেও উদ্ধার হয়নি অপহরিত মাদরাসাছাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kumillah3কুমিল্লা প্রতিনিধি: অপহরণের ১৮ দিন পরও উদ্ধার হয়নি মাদরাসা ছাত্রী। কুমিল্লার চান্দিনা উপজেলার ওই ছাত্রীর পরিবার তার জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন।

ছাত্রীকে দ্রুত উদ্ধার করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বুধবার সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

পরে একই দাবিতে কুমিল্লা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্রীর পরিবারের সদস্যরা। সেখানে অপহৃত ছাত্রীর বড় ভাই লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গত ২২ অক্টোবর সকালে মাদ্রাসায় যাওয়ার পথে একটি মাইক্রোবাস এসে কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বদরপুর মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। ওই অপহরণের ১৮ দিনেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। স্থানীয় মাইজখার গ্রামের বাসিন্দা বাহারাইন প্রবাসী মাসুম বিল্লাহর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁর বোনকে অপহরণ করে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে মাদ্রাসাছাত্রীর বড় ভাই আরো বলেন, অপহরণের দিন সন্ধ্যায় তাঁদের মোবাইল ফোনে তাঁর বোনকে অপহরণের দায় স্বীকার করে থানায় মামলা না করার হুমকি দেয় মাসুম বিল্লাহ। মামলা করলে তার বোন ও পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় তাঁর বাবা চান্দিনা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে তিনি কুমিল্লার আদালতে মাসুম বিল্লাহর বিরুদ্ধে মামলা করেন। আদালত চান্দিনা থানাকে মামলা এফআইআর হিসেবে গ্রহণ করে মাদরাসাছাত্রীকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। কিন্তু চান্দিনা থানার ওসি মোস্তাফিজুর রহমান মামলা এফআইআর নথিভুক্ত করলেও ছাত্রীকে উদ্ধার ও আসামিকে গেপ্তার করেননি।

কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে মাদরাসাছাত্রীকে উদ্ধার ও দোষীদের গ্রেপ্তার করতে সাংবাদিকদের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রতি আবেদনও জানায় তার পরিবারের সদস্যরা।

আরআর

দেশগবেষক সম্মাননা প্রতিযোগিতায় অংশ নিতে জয়েন করুন ফেসবুক পেইজে দেখুন আজকের প্রশ্ন

desh1


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ