বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

নাসিক নির্বাচনে মুফতী মাসুম বিল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

masum_billa

আওয়ার ইসলাম: আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন ‍মুফতি মাসুম বিল্লাহ। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন।

মুফতী মাসুম বিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়নগঞ্জ মহানগরের সভাপতি। রোববার রাতে দলটির হাইকমান্ড থেকে মুফতী মাসুম বিল্লাহকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। আজ নারায়ণগঞ্জস্থ রিটার্নিং অফিসারের (জেলা নির্বাচন কর্মকর্তা) কার্যালয় থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে।

জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ইসলামী আন্দোলনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ৩ জন। তারা হলেন, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের উপদেষ্টা আলহাজ মাওলানা হাবিবুল্লাহ আনসারী, সভাপতি মুফতী মাসুম বিল্লাহ ও উপদেষ্টা মাওলানা দ্বীন ইসলাম।

঳ কে হবেন দেশ গবেষক? অংশ নিন আপনিও

রোববার রাতে দলটির হাইকমান্ড চূড়ান্ত প্রার্থী হিসেবে মুফতী মাসুম বিল্লাহকে মনোনীত করে এবং তার পক্ষে দলের সব নেতাকর্মীকে কাজের নির্দেশ দেয়া হয়।

মুফতী মাসুম বিল্লাহ বলেন, সোমবার সকালে তিনি দলটির নেতাকর্মীদের নিয়ে বৈঠকের করবেন। পরে মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে তিনি নির্বাচনী কার্যক্রম শুরু করবেন।

তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া ও তাকে মনোনীত করায় দলের হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নাসিক নির্বাচনের ভোট হবে ২২ ডিসেম্বর। ২৪ নভেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ। যাচাই বাছাই ২৬ ও ২৭ নভেম্বর। আর ৪ ডিসেম্বর হলো মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ। মোট ভোটার ৪ লাখ ৭৯ হাজার ৩৯২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৫১৪ এবং নারী ২ লাখ ৩৭ হাজার ৮৭৮। ভোটার বেড়েছে প্রায় পৌনে এক লাখ। ভোটকেন্দ্র ১৭৪টি ও ভোটকক্ষ ১৩০৪টি।

উল্লেখ্য, ২০১১ সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছিলেন তৎকালীন জেলা সভাপতি আতিকুর রহমান নান্নু মুন্সী। তিনি গরুর গাড়ি প্রতীকে ৬ হাজার ৬১২ ভোট পেয়েছিলেন।

আরআর

ভারতের দুই মাদানি; বিভক্তি কতটুকু আমরা কী জানি?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ