বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

নারায়ণগঞ্জে ইসির চিন্তায় সেনা নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

narayan-gonjআওয়ার ইসলাম:   বিএনপি যদিও বলছে কিন্তু  নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের চিন্তা এখনই ভাবছে না নির্বাচন কমিশন।

সেনা মোতায়েন না হওয়ার কারণ দর্শিয়ে সিটি করপোরেশনের গত নির্বাচন বর্জন করেছিলো বিএনপি।  এবার সে একই দাবির পুনরাবৃত্তি করে আবারো নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত  নিচ্ছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই সেনা মোতায়েন চাই।”

তার দাবির বিষয়ে ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, “নারায়ণগঞ্জ সিটিসহ সারাদেশে জেলা পরিষদ নির্বাচন রয়েছে। নির্বাচনী পরিবেশ বেশ ভালো রয়েছে। সেনাবাহিনী দেওয়ার মতো পরিস্থিতি নেই।”

এ পরিস্থিতি নারায়ণগঞ্জে সেনা মোতায়েনের ‘আপাতত কোনো ভাবনা নেই’ বলে জানান তিনি।

“সামনে আইন শৃঙ্খলা বৈঠক রয়েছে; তাতে সব সংস্থা ও নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হবে। তখন এসব বিষয়ে আলোচনা হবে,” বলার সঙ্গে ইসি সচিব বলেন, “পরিস্থিতি এমন নেই যে সেনা মোতায়েন করতে হবে।”

আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বৃহস্পতিবার পর্যন্ত।

আগে নির্দলীয়ভাবে হলেও আইন সংশোধনের পর সিটি নির্বাচন দলীয়ভাবে হওয়ায় আওয়ামী লীগ, বিএনপিসহ সব দলের প্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে নামবেন।

সংসদ নির্বাচনে সেনা মোতায়েন হলেও স্থানীয় নির্বাচনে প্রতিরক্ষা বাহিনীকে কাজে লাগাতে বরাবরই অনাগ্রহী বর্তমান ইসি; যদিও প্রতিটি নির্বাচনের আগেই সেনা মোতায়েনের দাবি তুলে আসছে বিএনপি।

সেনা মোতায়েন প্রসঙ্গ নিয়ে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ বলেছিলেন, পরিস্থিতি পর্যালোচনা করেই আইন শৃঙ্খলা মোতায়েন করা হয়ে থাকে।

সাধারণত প্রার্থিতা প্রত‌্যাহারের সময় পার হলে আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তাদের নিয়ে আইন শৃঙ্খলা বৈঠক করে ইসি। সেক্ষেত্রে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে এ বৈঠক হতে পারে বলে জানান ইসি কর্মকর্তারা।

নারায়ণগঞ্জে ভোটের আগে-পরে চার দিনের জন‌্য নিরাপত্তা সদস‌্য নিয়োজিত রাখা হতে পারে।

২০১১ সালের নির্বাচনে সেনা মোতায়েন না হলেও র‌্যাব, পুলিশ, বিজিবি’র সংখ‌্যা বাড়িয়ে দেওয়া হয়।

এবিআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ