রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২২ রজব ১৪৪৭

শিরোনাম :
জুলাই গণহত্যা মামলায় প্রথম একজনকে জামিন দিলো ট্রাইব্যুনাল হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল, মানতে হবে নতুন নির্দেশনা ‘ওয়ান বক্স পলিসি’র রূপকার পীর সাহেব চরমোনাই দ্বিতীয় দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের দুই প্রার্থী বৈধতা পেলেন মোসাব্বির হত্যার শুটার ও সমন্বয়কারীসহ চারজন গ্রেপ্তার দুই দিনে প্রার্থিতা ফিরে পেলেন ১০৯ জন ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে: হাসনাত আবদুল্লাহ গণঅভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করুন: পীর সাহেব চরমোনাই বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা

'ভারতের নিষ্ঠুরতা গুঁড়িয়ে দেওয়ার সময় এসেছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nawaj_sharif_bdpআওয়ার ইসলাম:ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত জঙ্গি বুরহান ওয়ানিকে এক 'প্রতিশ্রুতিমান সহজাত নেতা' হিসেবে উল্লেখ করে কাশ্মীর ইস্যুতে ভারতকে আক্রমণ করলেন পাকিস্তানী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় এর।

বৃহস্পতিবার পাকিস্তানী সংসদে কাশ্মীর সংক্রান্ত দুই দিনের এক আলোচনাসভায় ২০১৬ সালের ৮ জুলাই নিহত হিজবুল জঙ্গি বুরহান ওয়ানিরকে প্রশংসায় ভাসালেন নওয়াজ শরিফ।

সেই সঙ্গে কাশ্মীর যে বরাবরই পাকিস্তানের অংশ, সে কথাও তিনি জোর দিয়ে উল্লেখ করেন। একই সঙ্গে 'নিজ অধিকারের জন্য কাশ্মীরবাসীর সংগ্রাম'কেও সম্মান জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী।

এদিন কাশ্মীর সমস্যা নিয়ে সরাসরি ভারতের দিকে আঙুল তুলে শরিফ বলেন, 'বিশ্বের উচিত ভারতকে জানানো যে, যথেষ্ট হয়েছে। শহিদ বুরহান ওয়ানির আত্মত্যাগ কাশ্মীর আন্দোলনকে নতুন ভাবে উজ্জীবিত করেছে। ' সেই সঙ্গে 'আক্রমনাত্মক ভারত' প্রতিবাদরত কাশ্মীরবাসীর ওপর অত্যাচার করছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, পাকিস্তান কাশ্মীরের নাগরিকদের আন্দোলন সমর্থন করে এবং তার জন্য নৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক সাহায্য করতে প্রস্তুত। বিশ্বের বেশ কয়েকটি দেশে কাশ্মীরবাসীর দাবি সম্পর্কে জানাতে ইতিমধ্যে পাকিস্তান দূত পাঠিয়েছে বলেও তিনি জানিয়েছেন। এমনকি রাষ্ট্রপক্ষের সাধারণ সভার অধিবেশনে তিনি নিজে যে সেই বার্তা পৌঁছে দিয়েছেন, সে কথাও জানান শরিফ।

বৃহস্পতিবার পাক সংসদের বিশেষ আলোচনাসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক পরামর্শদাতা সরতাজ আজিজ জানান, "আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা প্রক্রিয়ার বিরুদ্ধে কাশ্মীর ইস্যু এক কলঙ্ক। রাষ্ট্রপক্ষের নিরাপত্তা পরিষদের সামনে কাশ্মীর ও প্যালেস্তাইন সমস্যার কোনও সমাধান নেই। কাশ্মীরের মানুষ নিজস্ব অধিকারের জন্য নিরন্তর সংগ্রাম করছেন। কাশ্মীর সমস্যার একমাত্র সমাধান হতে পারে গণভোটে, যা রাষ্ট্রপক্ষের উদ্যোগে আয়োজন করা জরুরি। "

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ