রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৬ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬


’আল্লাহর নৈকট্য হাসিলের জন্য লোক দেখানো ইবাদত পরিহার করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজি
সিলেট

sylhet13দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস, বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা জামিল আহমদ বলেছেন, মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীর হেদায়াতের জন্যে অবর্তীণ করা হয়েছে। যারা এই গ্রন্থ পাঠ করে আমল করবেন তারা অবশ্যই আলোর সন্ধান পাবেন। মুমিন যখন এই গ্রন্থ তেলাওয়াত করেন তখন তার ঈমানী শক্তি বৃদ্ধি পেতে থাকে।

তিনি আরোও বলেন, ঈমানের পরই নামাজের স্থান। তাই নামাজ ব্যতিত কেউ প্রকৃত মুমিন হতে পারেনা। একনিষ্টতার সাথে, খুশু-খুজুর মাধ্যমে সালাত আদায় করতে পারলে সেই নামাজই পরকালে কাজে আসবে। লোক দেখানো ইবাদাত পরিহার করে মহানবী সা. এর তরিকা অনুযায়ী আল্লাহর নৈকট্য হাসিলের জন্য ইবাদাত বন্দেগীর বিকল্প নেই।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে দু’ দিনব্যাপী বিশ্বসেরা হাফিজ-ক্বারীদের তেলাওয়াত ও তাফসীরুল কুরআন সম্মেলনের প্রথম দিন প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে বৃহস্পতিবার বাদ জুহর থেকে মাহফিল শুরু হয়। বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী,মাওলানা মুজিবুর রহমান, মুফতি ওলিউর রহমান, মাওলানা আহমদ হোসাইন।

বয়ান পেশ করেন, শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুল বাসিত বরকতপুরী, মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা শাহ নজরুল ইসলাম, মাওলানা হাম্মাদ গাজিনগরী, মাওলানা মাসুক আহমদ সালামি, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মুখলিসুর রহমান প্রমুখ।

সমিতির সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা সুহাইব আহমদ, মাওলানা আশিকুর রহমান, হাফিজ আব্দুস সামাদ ও মাওলানা শহীদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জামিয়া দারুল কোরআন সিলেটের প্রিন্সিপাল সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সিলেট সিটিকর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর তাওফিকুল হাদী, ২নং ওর্য়াড কাউন্সিলর আলহাজ্ব রাজিক মিয়া, মুফতি বুরহান উদ্দীন, আল খলিল কোরআন শিক্ষাবোর্ডের সেক্রেটারী ক্বারী মাওলানা হেলাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, আলহাজ্ব নাদির খান, প্রফেসর শাহ আলম, প্রফেসর মাহমুদুল হাসান,মাওলানা আব্দুল খান, মুফতি নুর আহমদ কাসেমী।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, বিশিষ্ট ক্বারী মাওলানা ক্বারী আব্দুল মতিন, ক্বারী জহির আহমদ, ক্বারী ইরশাদ উল্লাহ, হাফিজ আব্দুল আখের, হাফিজ কাওসার আহমদ, হাফিজ যুবাইর সিদ্দিকী, মনির আহমদ, হাফিজ জাকারিয়া মিসবাহ প্রমুখ।

২য় দিনের কর্মসুচি আজ শুক্রবার বাদ জুম'য়া থেকে শুরু হবে। তেলাওয়াত করবেন, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিশ্বসেরা হাফিজ জাকারিয়া, হাফিজ নাজমুস সাকিব, হাফিজ আব্দুল আখের, হাফিজ সিফত উল্লাহ, হাফিজ ইয়াকুব হোসেন তাজ, হাফিজা আদিবা তাসনিম, হাফিজ সাদ শুরাইল, হাফিজ ইমদাদুল্লাহ, হাফিজ কলিম সিদ্দিকী, সিলেটবাসীর গর্ব, ২১ দিনে কুরআন হিফজ সম্পন্নকারী হাফিজ মাশহুদুর রহমান।

তাফসীর পেশ করবেন শায়খুল হাদিস হযরত জাকারিয়া (র:) এর খলিফা মাওলানা বিলাল বাওয়া- লন্ডন, শেখ মাওলানা মো. ইমতিয়াজ উদ্দিন লন্ডন, মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা, শায়খুল হাদীস নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান, মুফতি আবুল কালাম জাকারিয়া, মাওলানা কাজী আবু হুরায়রা, মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, মাওলানা আবুল হাসান জকিগঞ্জী প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ