রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক 

কারিগরি ও মাদরাসা বিভাগে যাচ্ছে এবতেদায়ী শিক্ষা ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবতেদায়ী মাদরাসা শিক্ষার সব কার্যক্রম এখন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর ফলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে চলে আসবে এবতেদায়ী শিক্ষা। এতদিন এ শিক্ষার সব দায়িত্বে ছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১৪ই জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সহকারি সচিব (মাদ্রাসা-২) মো. আবদুল খালেক স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে অবহিত করে এ চিঠি পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবতেদায়ী স্তরের পাঠ্যপুস্তক ও কারিকুলামে আরবী ভাষা ও কুরআন তাজবীদ বিষয়সমূহ অন্তর্ভুক্ত রয়েছে। এজন্য সরকার মনে করে দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দিয়ে এবতেদায়ী মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।

এদিকে শিক্ষানীতি-২০১০ এর ৬ ও ২৭ অধ্যায়ের আলোকে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখাও এ সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য। এছাড়া শিক্ষার অন্যান্য স্তরের সাথে মিল রেখে সুচারুরুপে পরিচালনার জন্য এবতেদায়ী মাদ্রাসার কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণলয়ের পরিবর্তে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা যায়।

এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (সেকশন-২), কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিপ্তরসমূহের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বাবুস সালাম মাদরাসায় সংঘর্ষ: আহত ১০


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ