শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খেলাফত মজলিস রিয়াদ মহানগরী শাখার তরবিয়তি মজলিস দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল

ভারতের বানারসে বরেণ্য আলেমদের এ'তেকাফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেছারুদ্দীন বিন মিজান
বানারস, ইন্ডিয়া থেকে

দারুল উলূম দেওবন্দের দীর্ঘদিনের সাবেক প্রধান মুফতী মাওলানা মাহমুদ হাসান গাঙ্গুহী রহ. এর প্রধান খলিফা মাওলানা ইব্রাহিম আফ্রিকীর পৃষ্ঠপোষকতায় ও দারুল উলূম দেওবন্দের মুহতামিম মাওলানা মুফতী আবুল কাসেম নুমানী’র তত্বাবধানে হযরতের নিজ এলাকা ‘বানারসে’ এবার একসঙ্গে এ'তেকাফ করছেন ভারত, আফ্রিকা ও বাংলাদেশের বেশ কয়েকজন বিশিষ্ট ও বরেণ্য আলেম৷

দারুল উলূম দেওবন্দের কয়েকজন সিনিয়র উস্তাদ, ভারতের বিভিন্ন প্রদেশের উল্লেখযোগ্য কয়েকটি মাদরাসার মুহতামিম ও মুফতিসহ দেওবন্দের বেশকিছু সংখক শিক্ষার্থী ও মুলাজিম হযরতদ্বয়ের সহচর্যে এ'তেকাফের উদ্দেশ্যে উপস্থিত হয়েছেন বানারসে৷ উলামায়ে কেরাম, মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় লোকজন মিলে হাজারউর্ধ্ব লোকের সমাগম৷

উল্লেখযোগ্য আলেমদের মধ্যে রয়েছেন, দেওবন্দের মজলিসে শুরার সদস্য মাহমুদ হাসান গাঙ্গুহী রহ. এর খলিফা মাওলানা আহমাদ খানপুরী, বর্তমান নাযেমে তালিমাত ইউসুফ তাওলাভী, সাবেক নাযেমে ইমতেহান মুফতী নাসিম আহমাদ বারাবাঙ্কি, মুফতী মুযাম্মেল বাদায়ুনী প্রমুখ।

এ'তেকাফের পাশাপাশি সাধারণদের জন্য সুন্নত তরিকায় নামাজের প্রশিক্ষণ, বিষয়ভিত্তিক তা'লীম ও সুরা কেরাত মশকসহ অন্নন্য এসলাহী কার্যক্রমও পরিচালিত হচ্ছে এখানে৷ প্রতিদিন সকাল ১১ টায় মুফতী ইব্রাহীম আফ্রিকী ও বাদ এশা মুফতী আবুল কাসেম নু'মানী’র এসলাহী বয়ান অনুষ্ঠিত হয়!

উল্লেখ্য, বাংলাদেশ থেকে জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী ও যাত্রাবাড়ী সাইনবোর্ড মাদরাসার মুহাতিমম মুফতি শফিকুল ইসলামের এ’তেকাফের জন্য এখানে আসার কথা রয়েছে।

দেওবন্দের দ্বিতীয় মুহতামিম মাওলানা রফি উদ্দিন রহ.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ