বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

ভারতের বানারসে বরেণ্য আলেমদের এ'তেকাফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেছারুদ্দীন বিন মিজান
বানারস, ইন্ডিয়া থেকে

দারুল উলূম দেওবন্দের দীর্ঘদিনের সাবেক প্রধান মুফতী মাওলানা মাহমুদ হাসান গাঙ্গুহী রহ. এর প্রধান খলিফা মাওলানা ইব্রাহিম আফ্রিকীর পৃষ্ঠপোষকতায় ও দারুল উলূম দেওবন্দের মুহতামিম মাওলানা মুফতী আবুল কাসেম নুমানী’র তত্বাবধানে হযরতের নিজ এলাকা ‘বানারসে’ এবার একসঙ্গে এ'তেকাফ করছেন ভারত, আফ্রিকা ও বাংলাদেশের বেশ কয়েকজন বিশিষ্ট ও বরেণ্য আলেম৷

দারুল উলূম দেওবন্দের কয়েকজন সিনিয়র উস্তাদ, ভারতের বিভিন্ন প্রদেশের উল্লেখযোগ্য কয়েকটি মাদরাসার মুহতামিম ও মুফতিসহ দেওবন্দের বেশকিছু সংখক শিক্ষার্থী ও মুলাজিম হযরতদ্বয়ের সহচর্যে এ'তেকাফের উদ্দেশ্যে উপস্থিত হয়েছেন বানারসে৷ উলামায়ে কেরাম, মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় লোকজন মিলে হাজারউর্ধ্ব লোকের সমাগম৷

উল্লেখযোগ্য আলেমদের মধ্যে রয়েছেন, দেওবন্দের মজলিসে শুরার সদস্য মাহমুদ হাসান গাঙ্গুহী রহ. এর খলিফা মাওলানা আহমাদ খানপুরী, বর্তমান নাযেমে তালিমাত ইউসুফ তাওলাভী, সাবেক নাযেমে ইমতেহান মুফতী নাসিম আহমাদ বারাবাঙ্কি, মুফতী মুযাম্মেল বাদায়ুনী প্রমুখ।

এ'তেকাফের পাশাপাশি সাধারণদের জন্য সুন্নত তরিকায় নামাজের প্রশিক্ষণ, বিষয়ভিত্তিক তা'লীম ও সুরা কেরাত মশকসহ অন্নন্য এসলাহী কার্যক্রমও পরিচালিত হচ্ছে এখানে৷ প্রতিদিন সকাল ১১ টায় মুফতী ইব্রাহীম আফ্রিকী ও বাদ এশা মুফতী আবুল কাসেম নু'মানী’র এসলাহী বয়ান অনুষ্ঠিত হয়!

উল্লেখ্য, বাংলাদেশ থেকে জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী ও যাত্রাবাড়ী সাইনবোর্ড মাদরাসার মুহাতিমম মুফতি শফিকুল ইসলামের এ’তেকাফের জন্য এখানে আসার কথা রয়েছে।

দেওবন্দের দ্বিতীয় মুহতামিম মাওলানা রফি উদ্দিন রহ.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ