মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

ইন্দোনেশিয়ায় ৭০ বছরের বৃদ্ধাকে বিয়ে করল ১৬ বছরের কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলোচনার ইসলাম: ইন্দোনেশিয়ায় ৭০ বছর বয়সী  এক বৃদ্ধাকে বিয়ে করে আলোচনার জন্ম দিয়েছে ১৬ বছরের এক কিশোর। জানা যায়, ছেলেটা একবার ম্যালেরিয়ায় আক্রান্ত হলে তার সেবা-শুশ্রুষা করে সারিয়ে তোলেন ৭০ বছর বয়সী ওই বৃদ্ধা। সে সময় তারা দুজন দুজনের প্রতি আগ্রহী হন।

ইন্দোনেশিয়ার সামাজিক প্রথা ও দেশিয় আইনানুযায়ী ১৬ বছরের কিশোর বিয়ের জন্য এখনো অনুপযুক্ত। তারপরও গ্রামের কর্তাব্যক্তিরা ‘অনিবন্ধিত বিয়ের’ অনুমতি দিয়েছেন। কারণ হিসেবে তারা বলেছেন, বিয়ের অনুমতি না দিলে এ দম্পতি আত্মহত্যা করার হুমকি দিয়েছিলেন।

ইন্দোনেশিয়ার আইন অনুসারে বিয়ের ক্ষেত্রে নারীদের বয়স কমপক্ষে ১৬ এবং পুরুষদের ১৯ হতে হয়। বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি বেশ আলোচনার জন্ম দেয়।

দক্ষিণ সুমাত্রার ওই গ্রামের প্রধান সিক এনি বলেন, ‘যেহেতু ছেলেটি এখনও অপ্রাপ্তবয়স্ক, তাই বিয়ের ব্যাপারটা আমরা গোপন রাখার সিদ্ধান্ত নিই।’

তিনি আরও বলেন, ব্যভিচারের পাপ এড়াতে ২ জুলাই কনে রোহায়ার সঙ্গে বর সালামতের বিয়ে দেয়া হয়। ছেলের বাবা কয়েক বছর আগেই মারা গেছেন এবং মা আরেক জনের সঙ্গে পুনর্বিবাহ করেছেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ