শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২০ রজব ১৪৪৭


এই সমাজের রন্দ্রে রন্দ্রে আলেম বিদ্বেষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাইমুম সাদী

একজন আলেমকে পুলিশ আদালতে নিয়ে যাচ্ছে। সেই আলেম আশেপাশের লোকজনের সাথে কথা বলার কারণে পুলিশ ক্যামেরার সামনেই উনাকে  থাপ্পড় দিচ্ছে৷

ঘটনার ভিডিও ফেসবুকে এখনও আছে৷ পুলিশ যদি জনসম্মুখে এমন আচরণ করে তাহলে তাদের নিয়ন্ত্রণে ঘরের ভেতরে কিংবা রিমান্ডে কী করা হয় সহজেই অনুমেয়৷

কথা বললে পুলিশের থাপ্পড় মারার অধিকার কি আছে

সাবেক সরকারের অনেক নেতা আমলাদের আমরা তো দেখি আদালতে যাওয়া আসার পথে জয়বাংলা শ্লোগান দিতে৷ পুলিশ তাদেরকে সমীহ করে চলে। 

কিন্তু যদি আপনার দাড়ি টুপি থাকে, মাদরাসা ব্যকগ্রাউন্ডের  হন আপনি তাহলে উঠতে বসতে চলতে ফিরতে আপনার কোনো মানবাধিকার দূরের কথা পশুর অধিকারও নেই।

শায়খ আহমাদুল্লাহর সাথে ছবি তোলার কারণে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে শোকজ করা হয়েছে - এই ঘটনা থেকে আন্দাজ করা যায় আলেম বিদ্বেষ কী পরিমাণ রয়েছে তথাকথিত শিক্ষিত নামধারী কিছু মানুষের মধ্যে৷

তুমি আলেম হলে -

প্রগতিশীলরা বলবে, ব্যাকডেটেড

মডারেট ভাইবন্ধুরা  বলবে কাঠমোল্লা

ফ্যাসিস্টরা বলবে স্বাধীনতাবিরোধী

মাহফুজ আলম বলবে মব

এমনকি আমার দেশের সম্পাদক এ নিয়ে স্পেশাল কলাম লিখে বলবেন এরা দুর্বৃত্ত (গতকাল লিখেছেন)

আরও আরও...

এই সমাজের রন্দ্রে রন্দ্রে আলেম বিদ্বেষ। এরপরও বৃহত্তর জনগোষ্ঠীর মুসলমানদের দেশ বলে আপনি আত্মতৃপ্ত হতে পারেন কিন্তু তাতে সমস্যা কমবে না। 

তুমি আলেম হলে তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে। সবাই তোমাকে ইউজ করবে। বিপদে পড়লে সবাই তোমাকেই দায়ী করবে৷ এই কথা বুঝতে হবে আগে।

এই মাওলানাকে থাপ্পড় দেওয়ার সাথে আওয়ামী জামানার পুলিশের আচরণের কোনো অমিল নেই। সব এক ও অভিন্ন।

শুধুমাত্র এখন চলছে ২০২৬ সাল। এটুকুই পার্থক্য।

লেখক: অ্যাকটিভিস্ট, রাজনীতিক ও চিন্তক

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ