রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের

ধর্মীয় বিদ্বেষের জবাব দিতে ডিজিটাল মাদ্রাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন্দোনেশিয়ার ইসলামিক বোর্ডিং স্কুলগুলোর অ্যাসোসিয়েশন আইপিআই একটি ডিজিটাল মাদ্রাসা প্রোগ্রাম শুরু করেছে৷ সামাজিক যোগাযোগের মাধ্যমসহ ইন্টারনেটভিত্তিক বিভিন্ন প্লাটফর্মে ধর্মীয় উগ্রবাদ ছড়ানোর বিরুদ্ধে জবাব দিতেই এই উদ্যোগ৷

পূর্ব জাভায় অ্যাসোসিয়েশন প্রধান যাইনি আখমাদ বলেছেন, এই ডিজিটাল প্রোগ্রাম পেসান্ত্রেনগুলোর (মাদ্রাসা) ছাত্রছাত্রীদের, যাদের ‘সান্ত্রি' বলে ডাকা হয়, প্রযুক্তি সম্পর্কে জ্ঞান দেবে৷

‘‘অ্যাসোসিয়েশনের পেসান্ত্রেনগুলোর সব সান্ত্রিদেরই প্রযুক্তি বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ দেয়া হবে৷'' বন্দর নগর সুরাবায়ার একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা  বলেন৷

তিনি আরো বলেন, ডিজিটাল এই প্রোগ্রাম ইন্টারনেটে সান্ত্রিদের মাঝে বিদ্বেষ ও উগ্রতা নিয়ে ঘাটাঘাটি করার প্রবণতা কমাবে৷ইসলাম বিদ্বেষ নয়, শান্তির বাণী ছড়াবে৷ ইসলামিক স্কুলগুলোরও দায়িত্ব হল, উগ্রবাদকে ঠেকাতে শান্তির বাণী ছড়ানো৷

ডিজিটাল প্রোগ্রামটির জন্য বিশ্ববিদ্যালয়গুলোর আইটি বিশেষজ্ঞদের সহযোগিতা নেওয়ার জন্য মাদ্রাসাগুলোকে পরামর্শ দেন তিনি৷

তাঁর কথায়, ‘‘এই প্রোগ্রামটি বানাতে আইপিআই ব্যক্তিখাতের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নেবে৷ আমরা এরই মধ্যে সান্ত্রিদের জন্য ৫০ লাখ সিম বরাদ্দ করেছি৷''

পেসান্ত্রেন ডিজিটাল' নামে এরই মধ্যে বেশ কিছু কর্মসূচী পালন করা হয়েছ নামে একটি ওয়েবসাইটও পাওয়া গেছে৷ এছাড়া টুইটার ও ফেসবুকে গ্রুপ ও পেজ খোলা হয়েছে৷

এছাড়া এদের ইউটিউব চ্যানেলও রয়েছে, যেখানে ভিডিওগুলোতে ক্লাসরুমের কিছু ক্লিপ দেখা গেছে৷

এতদিন ইসলামিক বোর্ডিং স্কুল বা মাদ্রাসাগুলোতে এই প্রযুক্তি শিক্ষা দেয়ার কর্মসূচি চলছিল৷ এখন সেখানে যুক্ত হলো, এই প্রযুক্তি ব্যবহার করে ইসলামের শান্তির বাণী কিভাবে সবার কাছে পৌঁছানো যায় সেই প্রচেষ্টা৷

সূত্র- ডিডাব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ