সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬


আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর হার্টের এনজিওগ্রাম সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি, উপমহাদেশের শীর্ষ হাদীস বিশারদ, শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর হার্টের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে।

২৪ জুলাই তার হার্টের এনজিওগ্রাম হওয়ার কথা থাকলেও বিজি সিডিউলের কারণে তা পিছিয়ে গিয়েছিল।

বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। আগের চেয়ে ভালোবোধ করছেন।

হাসপাতাল থেকে লন্ডন জমিয়ত নেতা সৈয়দ নাঈম আওয়ার ইসলামকে জানিয়েছেন, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর অবস্থা ভাল এবং তাঁর হার্টের মধ্য কোন ধরনের সমস্যা নেই, সব কিছু ঠিকমতো কাজ করছে।

তারা জানান, আল্লামা হবিগঞ্জী শিগগির ছাড়া পাবেন হাসপাতাল থেকে। এ বিষয়ে আজই সিদ্ধান্ত জানাবেন কর্তব্যরত চিকিৎসকগণ।

উল্লেখ্য, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী গত ১৯ জুলাই অসুস্থ লন্ডনের ইউলিয়াম হার্ভে হাসপাতালে ভর্তি হন।

‘কঠোর পরিশ্রমেই শীর্ষে রামপুরা জাতীয় মহিলা মাদরাসা’

লন্ডনের হাসপাতালে ভর্তি আল্লামা হবিগঞ্জী; দোয়া কামনা


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ