মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

ভারতে ভণ্ড পিরদের তালিকা করবে মুসলিম পার্সোনাল ল’ বোর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের ভণ্ড পিরদের তালিকা প্রকাশ করার উদ্যোগ নিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।সাধারণ মানুষদের বিভ্রান্তির হাত থেকে বাঁচাতে এবং ইসলামের ভাবমূ্র্তি রক্ষা করতেই এ নিয়েছে বলে জানিয়েছেন বোর্ডের কাযনির্বাহী সদস্য মাওলানা খালিদ রশিদ ফারাঙ্গি মহল্লি।

গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘কিছু অসাধু মানুষের জন্য সৎ ধর্ম গুরুরা বদনাম হচ্ছেন। যাতে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে এমন অভিযোগ না ওঠে, সে জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, চলতি মাসের দশ তারিখে হিন্দু ভণ্ড ধর্মগুরুদের নামের তালিকা প্রকাশ করে হিন্দু সংগঠন অখিল ভারতীয় আখড়া পরিষদ। মাওলানা খালিদ তাদের এ উদ্যোগকে স্বাগত জানান। তার মতে, ‘সাধারণ মানুষ যাতে কোনও ধর্মগুরুর কাছে গিয়েই প্রতারিত না হয় তা লক্ষ্য রাখা আমাদের কর্তব্য। এতে ধর্ম এবং ধর্মগুরুদের প্রতি মানুষের শ্রদ্ধা উঠে যায়।’

বাবা রাম রহিম সহ ১৪ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। সেই নাম গুলি হল আসারাম বাপু, নারায়ণ সাই (আসারাম বাপুর ছেলে), রামপাল, সুখবিন্দর কৌর ওরফে রাধে মা, সচদারঙ্গি, গুরমিত রাম রহিম সিংহ, ওম বাবা ওরফে বিবেকানন্দ, নির্মল বাবা, ইচ্ছাধারী বিশ্বনন্দ, স্বামী অসীমানন্দ, ওম নমহ শিবায়।

সূত্র : কলকাতা টোয়েন্টিফোর ডটকম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ