রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই

বেফাক আমেলার বৈঠকে শিগগির কাউন্সিলের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের মজলিসে আমেলার বৈঠকে সংগঠনের কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে।

বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিল অনুষ্ঠিত হবে। তবে এখনো তারিখ চূড়ান্ত হয় নি।

সোমবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে অংশগ্রহণকারী বেফাকের সহসভাপতি ও আমেলার সদস্য মাওলানা মুসলেহুদ্দীন রাজু আওয়ার ইসলামকে এ তথ্য প্রদান করেন।

তিনি আরও জানান, এটি ছিলো আমাদের নিয়মতান্ত্রিক বৈঠক। এখানে বেফাকের উপকমিটির পূর্ববর্তী বিভিন্ন সিদ্ধান্ত পাঠ ও অনুমোদন করা হয়েছে।

এছাড়াও কওমি শিক্ষা সনদের স্বীকৃতি, বেফাকের কারিকুলাম ও শিক্ষার মান উন্নয়নসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।

বৈঠকে অংশগ্রহণকারী অপর একজন আমেলার সদস্য আওয়ার ইসলাম জানিয়েছেন, বৈঠকে ছাটাইকৃত কর্মীদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত রিপোর্ট পড়ে শোনানো হয় এবং তাদের ছাটাইয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

তবে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো দ্রুততম সময়ে বেফাকের কাউন্সিল সম্পন্ন করা। সিদ্ধান্ত অনুযায়ী দ্রুততম সময়ে বেফাকের শুরা বৈঠক ডাকা হবে এবং তারা নতুন কাউন্সিলের তারিখ ও নির্দেশনা প্রদান করবেন।

বেফাকের মজলিসে আমেলার বৈঠক চলছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ