মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ওয়াকফ আইনের বিরুদ্ধে দিল্লিতে বিশাল প্রতিবাদ মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের হেফাজতের সমালোচনাকারীদের প্রতি অনুরোধ নারী সংস্কার কমিশন সরকারকে জনসমর্থনহীন করে দেবে: ইসলামী আন্দোলন অবহেলিত ও অনালোচিত ইবাদত ওয়াকফ, আসুন এর প্রতি যত্নবান হই হেফাজতের মহাসমাবেশ সফল করতে শীর্ষ ওয়ায়েজিনদের প্রস্তুতি সভা  নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে কায়রোতে ইসরায়েল-হামাস আলোচনা বাজারে নজর বাড়াতে বাণিজ্য উপদেষ্টার প্রতি আহ্বান পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা পাকিস্তানে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

স্ত্রীর দাবি, সাবেক কাউন্সিলরকে ডেকে নিয়ে হত্যা করেছে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভার সাবেক কাউন্সিলর ইউনুছ আলীকে (৩৫) পরিকল্পিতভাবে পুলিশ গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।

স্বামী নিহত হওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না স্ত্রী শাহেনা আক্তার। কিছু বলতে গেলেই কান্নায় ভেঙে পড়ছেন। চার সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। মায়ের সঙ্গে সুমি আক্তার (১০), সাফিয়া (৮), তানিয়া (৬) ও ফাহমিদ (৪) চারজনকে কাঁদতে দেখা গেছে।

শাহেনা আক্তার কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামীকে গত ৩১ ডিসেম্বর রাতে ফোন করে একটি বিচারে নেওয়ার নামে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয়। পরে রাতে অপরিচিত একজন ফোন দিয়ে জানায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আমার স্বামী নিহত হয়েছে। আমি তাৎক্ষণিক আমার ভাসুরকে নিয়ে ঘটনাস্থলে যাই। তখন আমি আমার স্বামীকে দেখতে চাইলে পুলিশ দেখতে দেয়নি। উল্টো বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। পুলিশের এমন ব্যবহার দেখে আমার ভাসুর আমাকে নিয়ে চলে আসেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, ‘আমাদের এলাকার অত্যন্ত ভালো এবং সমাজসেবক লোক ছিলেন ইউনুছ আলী। এলাকার উন্নয়নের স্বার্থে ২০১৩ সালের ২৩ অক্টোবর অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে এলাকাবাসীর পছন্দের প্রার্থী ইউনুছ আলী নির্বাচনে অংশগ্রহণ করেন। দলমত নির্বিশেষ সকলে তার জন্য কাজ করে বিপুল ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন।’

জেলা যুবদল নেতা সুমন জানান, ইউনুছ আলী একেবারে তৃণমূল থেকে উঠে আসা একজন কর্মী ছিলেন। ছাত্রদল থেকে উঠ এসে বর্তমানে চুনারুঘাট পৌর যুবদলের যুগ্ম আহব্বায়কের দায়িত্ব পালন করেছিলেন। ১১টি রাজনৈতিক মামলার আসামি ছিলেন তিনি। প্রায় এক মাস আগে সবগুলো মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছিল ইউনুছ আলী।

নিহতের স্ত্রী শাহেনা আক্তার জানান, কয়েক মাস পূর্বে চুনারুঘাট থানা পুলিশ ইউনুছ আলীর বাড়িতে তল্লাশি চালায়। এ সময় সেখানে তাকে না পেয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর ও ইউনুছ আলীর স্ত্রী শাহেনা আক্তার ও তার সন্তানদেরকে মারধর করে। এ সময় স্থানীয় লোকজন আহত অবস্থায় শাহেনাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

 

এইচজে


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ