মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ওয়াকফ আইনের বিরুদ্ধে দিল্লিতে বিশাল প্রতিবাদ মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের হেফাজতের সমালোচনাকারীদের প্রতি অনুরোধ নারী সংস্কার কমিশন সরকারকে জনসমর্থনহীন করে দেবে: ইসলামী আন্দোলন অবহেলিত ও অনালোচিত ইবাদত ওয়াকফ, আসুন এর প্রতি যত্নবান হই হেফাজতের মহাসমাবেশ সফল করতে শীর্ষ ওয়ায়েজিনদের প্রস্তুতি সভা  নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে কায়রোতে ইসরায়েল-হামাস আলোচনা বাজারে নজর বাড়াতে বাণিজ্য উপদেষ্টার প্রতি আহ্বান পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা পাকিস্তানে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

মাদক সেবনে লিপ্ত পুলিশ; বাধা দেয়ায় স্ত্রীকে পিটুনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদক সেবনকারীদের জম পুলিশই অভিযুক্ত হলেন মাদক সেবনের দায়ে। এমনকি মাদক সেবনে বাধা দেয়ায় স্ত্রীকেও মাধর করেছেন মদকসেবী পুলিশ।

মাদকসেবী পুলিশ স্বামীর মারধরে গুরুতর আহত স্ত্রী রাজিয়া সুলতানা নিলাকে ভর্তি করতে হয়েছে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে।

বুধবার দুপুরে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বদরুদ্দোজা মাহমুদ।

হাসপাতালে চিকিৎসাধীন রাজিয়া সুলতানা নিলা অভিযোগ করে বলেন,  ৯ মাস আগে তার স্বামী ঢাকা জেলা (উত্তর) ডিবিতে বদলি হয়ে আসার থেকে ৫ বার তার ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। প্রতিবারই মাদক সেবনে বাধা দেয়ার কারণেই তাকে মারধর করা হয়েছে। এছাড়া সে মাদক ব্যবসার সাথেও যুক্ত বলে তিনি জানান।

নিলা জানান, তাদের বিয়ের বয়স ৪ বছর। কিন্তু তাদের সংসারে কোন সন্তান নেই। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে গত ৫ মাস পূর্বে তিনি ঢাকা জেলা পুলিশ সুপারের নিকট স্বামী এসআই বদরুদ্দোজা মাহমুদ  বিরুদ্ধে অভিযোগ দেন।

তখন তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিলেও সংসারের কথা চিন্তা করে তখন তিনি মামলা করেননি। তিন মাস বরখাস্ত থাকার পর তাকে ডিবি থেকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। কিন্তু এখনও সে সেখানে যোগদান করেনি।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, বদরুদ্দোজা খুব বেপরোয়া প্রকৃতির লোক। স্ত্রীকে প্রায়ই মারধর করতেন। ইতিমধ্যে বিভিন্ন অভিযোগে তাকে ডিবি থেকে বদলী করা হয়েছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদুজ্জামান ভূঁইয়া জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসাধীন রাজিয়া সুলতানা নিলার বক্তব্য নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানিয়েছেন।

এসএস/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ