মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬

শিরোনাম :

আইসল্যান্ডে ‘সুন্নতে খৎনা’ নিষিদ্ধ; মুসলিমদের ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম :  ইসলাম ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রীতি হচ্ছে সুন্নতে খৎনা । আর রীতিটি বন্ধ করতে মঙ্গলবার আইসল্যান্ডের আইনসভায় একটি আইন পাশ করা হয়েছে। নতুন এই আইন পাসের ফলে এখন থেকে আইসল্যান্ডে সুন্নতে খৎনা নিষিদ্ধ।

গনমাধ্যমসূত্রে জানা যায়, ধর্মীয় রীতির বিরুদ্ধে এই আইন নিয়ে একটি প্রস্তাব দেশটির আইনসভায় উত্থাপন করা হয় গত ফেব্রুয়ারীর শুরুর দিকে। এরপর তা মঙ্গলবার আইনসভার অধিকাংশ সদস্যের সমর্থনে পাস হয়।

এই আইন প্রণয়নের কারণ হিসেবে উল্লেখ করেছে, খুব অল্প বয়সেই ইসলাম ধর্মের পুরুষদের সুন্নতে খৎনা করা হয়। যা অত্যন্ত বেদনাদায়ক এবং অবশ্যই স্বাস্থ্যের পক্ষে হানিকারক।

আইন অমান্য করলে কারাদণ্ডের ব্যবস্থাও করা আছে। আইন অনুসারে কোনও বালকের সুন্নতে খৎনা করা হলে ছয় বছরের কারাদণ্ড হবে।

এদিকে আইসল্যন্ডে অবস্থানরত ইসলাম ধর্মের সম্প্রদায়ের লোকজন এই আইন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। দেশটির মুসলিম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সালমান তামিনি জানান, আইনসভার এই সিদ্ধান্ত ‘ধর্মের উপরে আক্রমণের সমতুল্য। সূত্র: ডেইলি মেইল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ