আওয়ার ইসলাম : গতকালের গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রধানমন্ত্রী রামি হামাদাল্লাহর ওপর হামলাকে গুপ্তহত্যা চেষ্টা বলে দাবি করেছেন দেশটির সরকার।এদিন তার গাড়িবহরে বোমা হামলায় অন্য গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত আছেন। খঝবর আল জাজিরা-এর।
ফিলিস্তিনি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আইয়াদ আল-বোজম বলেন, গাড়িবহরের অন্য কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও হামাদাল্লাহ অক্ষত আছেন। তাকে হত্যা করতেই এ হামলা চালানো হয়। তবে, বিস্ফোরণে পাঁচজন সামান্য আহত হয়েছে। ফিলিস্তিনের গোয়েন্দা কর্মকর্তা মাজেদ ফারাজ ওই গাড়িবহরে ছিলেন।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ এটিকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছে এবং হামাসকে এই হামলার জন্য দায়ী বলে অভিযোগ করেছে। তিনি হামাসের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করার দাবী জানান।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে ইসরাইলের বেইত হানুন চেকপয়েন্ট পার হওয়া মাত্র হামাদাল্লাহ্র বহরে বোমা হামলা চালানো হয়।