মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬

শিরোনাম :

জাপানে ছেলে-মেয়েদের বিয়ের বয়সসীমা ২০ থেকে ১৮ বছর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ২০ বছরের বিপরীতে ১৮ বছর বয়স হলেই প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করা হবে জাপানের শিশুদের। সরকার কর্তৃক এক নীতিমালায় এ সীমা প্রস্তাব করা হয়েছে। বিবিসির সংবাদ।

এ প্রস্তাব অনুমোদন হলে ১৮ বছর বয়সেই বিয়ে করা যাবে জাপানে। এ ছাড়া কোন চুক্তিপত্রে স্বাক্ষর ও ঋণ গ্রহণে পিতামাতার অনুমতির প্রয়োজন পড়বে না তাদের। উল্লেখ্য, ক্রেডিট কার্ড ও মোবাইল ফোনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে হয় জাপানের বাসিন্দাদের।

তবে ২০ বছর বয়স হওয়ার আগ পর্যন্ত ধূমপান, মদ্যপান ও জুয়া খেলার অনুমতি পাবে না কোন কিশোর-কিশোরী।

দেশটির সংসদে এ প্রস্তাব পাস হলে ২০২২ সালে এটি প্রয়োগ করা হবে বলে জানা গেছে। ১৮৭৬ সালের পর এ প্রথম এ সংক্রান্ত কোন নীতি পরিবর্তন আসছে দেশটিতে।

বর্তমান আইনে ২০ বছরের কম বয়সেও বিয়ে করা যায় তবে পিতা-মাতার অনুমতি লাগে। সে ক্ষেত্রে ছেলেদের বিয়ের বয়স ১৮ এবং মেয়েদের ১৬।

কিন্তু প্রস্তাবিত আইনে ১৮ বছর বয়স হলেই তবে ছেলে-মেয়ে উভয়ের ক্ষেত্রে বিয়ের সুযোগ থাকছে এবং সে ক্ষেত্রে পিতা-মাতার অনুমতিও লাগবে না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ