শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


আমন্ত্রণ পেলে মসজিদেও যাবো: যোগী আদিত্যনাথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, যদি আমাকে মসজিদে আমন্ত্রণ জানানো হয় তাহলে সেখানেও যাবো। একজন মুখ্যমন্ত্রী হিসেবে আমার কোথাও যেতে বাধা নেই। আমার বিশ্বাস অনুযায়ী আমি আমার প্রভুর উপাসনা করে থাকি। খবর ডেইলি সিয়াসাত-এর।

ভারতের এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

যোগী বলেন, আমি উত্তরপ্রদেশের সকল নাগরিকের মুখ্যমন্ত্রী। সরকার স্বাধীনভাবে ধর্ম পালনে সকল লোকদের নিরাপত্তা দেওয়ার ওপর প্রতিজ্ঞাবদ্ধ। সকলেই তার ধর্ম পালনের অধিকার রয়েছে।

তিনি বলেন, আমরা প্রতিটি ব্যক্তির নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। যদি পুলিশের ওপর গুলি চলে তখন কিছু করার নেই। আগে তো সন্ত্রাসীরা মন্ত্রীদের সঙ্গেই ছিল। মানুষকে সম্মান করে কাজ করে যাও মানবাধিকারও রক্ষা পাবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ