শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
আল্লামা গহরপুরী রহ.-এর বাড়ির মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন আরবি শব্দের বাংলা প্রতিবর্ণায়ন নির্দেশিকা করতে ইফাবাকে তাগিদ ভারতীয় মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে হবে : মুহিব খান ‘আইন মন্ত্রণালয় থেকে বিচারকদের ভয় দেখানো হতো’ একজন পাকিস্তানিরও ক্ষতি হলে ভয়াবহ পরিণাম হবে: খাজা আসিফ যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে পর্যটক হত্যার দায়ভার কি ভারত এড়াতে পারে? আ. লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : আমিরে মজলিস জর্ডানে নিষিদ্ধ হলো মুসলিম ব্রাদারহুড  নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া নিয়ে জাতীয় সেমিনার ৩০ এপ্রিল

জার্মান প্রেসিডেন্ট বললেন, ইসলাম জার্মানির অপরিহার্য অংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ: জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়ালার স্টেইনমার বলেছেন, তিনি বিশ্বাস করেন জার্মানিতে ইসলামের একটি অপরিহার্য অংশ রয়েছে।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সিহফার গত সপ্তাহে ইসলাম বিদ্বেষী মন্তব্য করার পর দেশটির প্রেসিডেন্ট এই মন্তব্য করলেন।

সিহফার বলেন, ইসলাম জার্মানের সঙ্গে যায় না।

একই সঙ্গে তিনি কঠোর অভিবাসন নীতি অনুসরণের ঘোষণা দেন ব্যাভারিয়ান খ্রিশ্চিয়ান স্যোসাল ইউনিয়নের এই নেতা।

আজ মঙ্গলবার জার্মান প্রেসিডেন্ট রাজনীতিবিদদের আহ্বান জানিয়ে বলেছেন, ‘সংঘাত উস্কে না দিয়ে বিভিন্ন জাতি গোষ্ঠির সহবস্থান নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করুন।

তিনি আরও বলেন, আমাদের উচিৎ জার্মানির সাবেক প্রেসিডেন্ট খ্রিশ্চিয়ান উলফ-এর বক্তব্য গ্রহণ করা। তিনি বলেছিলেন, ইসলাম এখন জার্মানির অংশ।

এর আগে গত শুক্রবার জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মেরকেল বলেন, জার্মানিতে বর্তমানে ৪ মিলিয়ন মুসলিম বসবাস করে। এখানে তারা তাদের ধর্মচর্চা করে। তারা জার্মানিকে লালন করেন তাদের ধর্মাচারের অংশ হিসেবেই।

অবশ্য তীব্র সমালোচনার মুখে সিহফার তার বক্তব্য থেকে সরে এসে বলেছেন, আমার উদ্দেশ্য ছিলো মুসলিমরা আমাদের সঙ্গে অবশ্যই বসবাস করবে। তবে আমাদের থেকে ভিন্ন হয়ে নয় এবং আমাদের বিরুদ্ধেও নয়।

সূত্র : পলিটিকো


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ