বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :

ফ্রান্সের সুপার মার্কেটে জিম্মি করে হামলা; নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সের একটি সুপার মার্কেটে জিম্মি করার ঘটনায় ৩ জন নিহত হয়েছে।

প্রায় চার ঘন্টার জিম্মি নাটকে বন্দুকধারীর গুলিতে দুইজন এবং পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়। খবর বিবিসি।

জানা যায়, ফ্রান্সের দক্ষিণে ত্রেবেস এলাকার একটি সুপার মার্কেটে ওই বন্দুকধারী কয়েকজন ব্যক্তিকে জিম্মি করেন। পুলিশের গুলিতে সে নিহত হওয়ার আগে পর্যন্ত এ ঘটনায় আরো দুই জন নিহত হন।

স্থানীয় সময় শুক্রবার স্থানীয় সময় ১২টার দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় এ শহরটির সুপার ইউ মার্কেট নামে একটি শপিংমলে এ ঘটনা ঘটে। স্থানীয় একজন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারী নিজেকে ইসলামিক স্টেটের (আইএস) অনুগত বলে চিৎকার করছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে নিরাপত্তা বাহিনী।

সুপারমার্কেটের সামনে আচমকাই পুলিশকে লক্ষ্য করে গুলি চলে। এক বন্দুকবাজ গুলি চালাতে চালাতে সুপার মার্কেটের ভিতরে ঢুকে যায়। গুলি চালানোর ঘটনায় হতবাক পরিস্থিতি কাটিয়ে কাটিয়ে উঠতে উঠতেই বন্দুকবাজ সুপার মার্কেটের ভিতরে কয়েক জনকে পণবন্দি করে ফেলে।

কুশনার তো আমার পকেটে: মুহাম্মদ বিন সালমান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ