শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


শ্যালিকাকে দুলাভাইয়ের বিয়ের প্রস্তাব: রাজি না হওয়ায় এসিড নিক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বড়বোনের সঙ্গে বিয়ের পর থেকেই শ্যালিকাকে ‘উত্ত্যক্ত করতেন’ দুলাভাই। পরে শ্যালিকাকে বিয়েরও প্রস্তাব দেন সেই দুলাভাই।

কিন্তু বিয়েতে রাজি না হওয়ায় শ্যালিকার শরীরে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে।গতকাল শুক্রবার রাতে ভারতের হাওড়া জেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, ওই তরুণীর শরীরের বিভিন্ন অংশ অ্যাসিডে ঝলসে গেছে। এখন তিনি উলুবেড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর তরুণীর দুলাভাই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

ভারতের জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আগামী সোমবার ওই তরুণীর বিয়ে ঠিক করা হয়েছিল। এ খবর জানতে পেরে শ্যালিকাকে ওই যুবক নিজেই বিয়ে করার প্রস্তাব দেন। কিন্তু শ্যালিকা সেই প্রস্তাবে রাজি না হওয়ায় ঘুমন্ত অবস্থায় তাকে অ্যাসিড নিক্ষেপ করা হয়।

ওই তরুণীর অভিযোগ, তার বড়বোনের সঙ্গে বিয়ের পর থেকেই দুলাভাই তাকে নানাভাবে উত্ত্যক্ত করতেন। আগামী সোমবার তার বিয়ের দিন ঠিক হওয়ায় দুলাভাই আরও বেশি ‘কু-প্রস্তাব’ দিতে থাকেন।

এক পর্যায়ে শ্যালিকাকে ওই যুবক বিয়ে করতে চান। কিন্তু তাতে রাজি না হওয়ায় গতকাল রাতে ঘুমের মধ্যে হঠাৎ তরুণীর শরীরে অ্যাডিস নিক্ষেপ করেন তার দুলাভাই।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ