মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস শায়খ আহমাদুল্লাহর পরামর্শে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণ চালু করছে সরকার বাংলাদেশি আলেমের হাতে অন্তিম মুহূর্তে হাসপাতালে কোরিয়ান বৃদ্ধের ইসলাম গ্রহণ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে: প্রধান উপদেষ্টা সরকারবিরোধী আন্দোলনে গ্রেপ্তার বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান মোবাইল ক্রেতাদের জন্য বড় সুখবর দিলো সরকার জাপা প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে ইসি অভিমুখে জুলাই ঐক্য গানম্যান পেলেন জামায়াত আমির বাজারে এলো ‘মাওলানা ওয়াজি উল্লাহ রহ. জীবন কর্ম ও দাওয়াতের কারগুজারি’

আফগান প্রতিনিধি দল পাকিস্তানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দা প্রধান ও সেনাবাহিনী প্রধানসহ উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধি দল আলোচনার জন্য রোববার (২৭ মে) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌছেছেন।

যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বর্তমানে যে অচলাবস্থা চলছে তা নিরসনের উপায় নিয়ে আলোচনার জন্য তারা ইসলামাবাদ আসেন। গত দুই বছরে এটাই আফাগানিস্তান থেকে পাকিস্তানে এত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর।

সম্প্রতি দুই দেশ আলোচনার মাধ্যমে তাদের সমস্যা ও ক্ষোভগুলো নিরসনের ব্যাপারে একমত হয়। ইসলামাবাদের পৌছানের পরপরই আফগান প্রতিনিধি দল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল নাসের খান জানজুয়ার সঙ্গে আলোচনার জন্য চলে যান।

প্রতিনিধি দলটির পাকিস্তান সেনাবাহিনীর সদরদফতরে যাওয়ারও কথা রয়েছে। সেখানে উভয় পক্ষ সীমান্ত নিরাপত্তা ও আফগান শান্তি প্রক্রিয়া নিয়ে সুগভীর আলোচনা করবেন।

চলতি মাসের গোড়ার দিকে দুই দেশ আফগান-পাকিস্তান এ্যাকশন প্লান ফর পিস এন্ড সলিডারিটি (আপাপস) কার্যকর করার ব্যাপারে যে চুক্তিতে পৌছে তারই প্রেক্ষাপটে আফগান প্রতিনিধি দলের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আপাপস আরো জোরদার করতে একমত হয় উভয়পক্ষ। দুই দেশের মধ্যে আস্থা শক্তিশালী করতে যৌথ উদ্যোগ গ্রহণেও সম্মত হয় তারা।

দ্বিপাক্ষিক লেনদেনের সকল পর্যায়ে পারস্পরিক আস্থা জোরদার এবং আন্ত:ক্রিয়া গভীর করতে আপাপস একটি কাঠামো তৈরি করছে।

এর মাধ্যমে দ্বিপক্ষীয় উদ্বেগের ক্ষেত্রগুলোতে সমাধান খুঁজে পেতে একটি ম্যাকানিজমও তৈরি করবে।

আপাপসের পূর্ণ বাস্তবায়ন দুই দেশে সন্ত্রাস নির্মূল এবং জনগণের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়ন অর্জনের জন্য ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ একমত হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ