মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
‘কলঙ্কিত নির্বাচনের দুঃসহ স্মৃতি মুছতে প্রশাসনের সংস্কার দৃশ্যমান হতে হবে’ গণভোটে ‘না’ পাস হলে গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে : নাহিদ ইসলাম জামায়াত জোটে যোগ দেওয়ায় ক্ষমাপ্রার্থী মঞ্জু চতুর্থ দিনে বৈধতা পেলেন বাংলাদেশ খেলাফত মজলিসের তিন প্রার্থী প্রতারণা করে অর্থ আদায়: ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় ‘বিশ্ব আল-কুদস সপ্তাহ’ শুরু অভিযানে বিএনপি নেতার মৃত্যু নিয়ে যা বলছে সেনাবাহিনী মজুদকারীদের উদ্দেশে মাওলানা আজহারীর কড়া বার্তা পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি

গার্মেন্টস শ্রমিকদের বেতন ২০ রোজার মধ্যেই পরিশোধের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ৬ জুন অর্থাৎ ২০ রোজার মধ্যে সব গার্মেন্টস শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ করতে হবে বলে দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।

‘আগামী ১৪ জুনের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে’। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নুর এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এ দাবি জানান তারা।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৪ জুন নয় ৬ জুন অর্থাৎ ২০ রোজার মধ্যে সব গার্মেন্টস শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। তা না হলে শ্রমিকরা স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবে না।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসান হাবিব বুলবুল ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ বুধবার এক বিবৃতিতে এই দাবি জানান। তারা বলেন, ঈদ আকস্মিক আবির্ভূত কোনো ঘটনা না। ঈদ কখন হবে তা আগেই নির্ধারিত থাকে।

বিবৃতিতে বলা হয়, ‘যেসব মলিক যথাসময়ে শ্রমিকদের ঈদের বোনাস ও বকেয়া বেতন পরিশোধের জন্য প্রস্তুত থাকে না, সেসব মালিকের মধ্যে কিছু মালিক কারখানা পরিচালনার অযোগ্য। কিছু মালিক শ্রমিকের পাওনা আত্মসাৎ করার পরিকল্পনায় রয়েছে।

এ কারণে তারা ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে অক্ষমতা দেখায়। শ্রম প্রতিমন্ত্রীর বক্তব্য প্রকৃতপক্ষে মালিকদের স্বার্থেই যায়। এই বক্তব্য একদিকে শ্রমিকদের দাবির প্রতি গুরুত্ব না দেয়া অন্যদিকে মালিকদের হীন স্বার্থ চরিতার্থ করার প্রচেষ্ঠাকে উৎসাহিত করবে।’

আরও পড়ুন : সরকারকে ১০ দিনের আলটিমেটাম মাদরাসা শিক্ষকদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ