শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

টেকনাফে কওমি মাদরাসা ভর্তি কার্যক্রম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ
টেকনাফ থেকে

শুরু হচ্ছে নতুন কওমি শিক্ষাবর্ষ। নিয়মানুসারে আরবি শাওয়াল মাসের প্রথম সপ্তাহ থেকেই কওমি মাদরাসার ভর্তি কার্যক্রম শুরু হয়।

দেশের অধিকাংশ কওমি মাদরাসায় ৮ শাওয়াল শনিবার থেকে শুরু হবে ১৪৩৯/৪০ হিজরি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম।সপ্তাহব্যাপী ভর্তি কার্যক্রম চলবে দেশের প্রায় পাঁচ হাজারের বেশি কওমি মাদরাসায়। টেকনাফে অবস্থিত কওমি মাদরাসাগুলোর ভর্তির সময়সূচি জানতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে নিম্নোক্ত সূচি জানা গেছে।

টেকনাফের মাদরাসাগুলোর ভর্তি কার্যক্রম

আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ বড় মাদরাসা : বিগত বছরের ন্যায়, হিফজ বিভাগসহ তাইসির (ইয়াজ দাহুম) থেকে তাকমীল দাওরায়ে হাদীস (মাস্টার্স) পর্যন্ত ভর্তি কার্যক্রম ১০ শাওয়াল থেকে শুরু হয়ে সপ্তাহ ব্যাপী চলবে ৷

দারুস-সুন্নাহ হ্নীলা : নূরানী, হিফজ বিভাগ,কিতাব বিভাগ মুতাফাররিকা থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত এবং ক্বিরাত বিভাগও ১বছর মেয়াদে ভর্তি কার্যক্রম ১০ শাওয়াল থেকে ২০ শাওয়াল পর্যন্ত চলবে ৷

দারুল উলুম সাবরাং : হিফজ বিভাগসহ কিতাব বিভাগে দাহুম থেকে উলা (মিশকাত) পর্যন্ত ভর্তি কার্যক্রম ৮ শাওয়াল থেকে ১০ দিনব্যাপী চলবে ৷

বাহরুল উলুম শাহপরীর দ্বীপ : হিফজ বিভাগ, কিতাব বিভাগ ইয়াজ দাহুম থেকে ছিউম (শরহে জামী) পর্যন্ত ভর্তি কার্যক্রম ৮ শাওয়াল থেকে ২০ শাওয়াল পর্যন্ত চলবে ৷

মিঠাপানির ছড়া মাদরাসা : নূরানী ও হিফজ বিভাগসহ কিতাব বিভাগ মুতাফাররিকা থেকে ছাহারুম পর্যন্ত ভর্তি কার্যক্রম ৮ শাওয়াল থেকে ২০ শাওয়াল পর্যন্ত চলবে ৷

নয়া পাড়া ফারুকিয়া মাদরাসা : হিফজ বিভাগসহ কিতাব বিভাগে ইয়াজ দাহুম থেকে পঞ্জুম (শরহে জামী) পর্যন্ত ভর্তি কার্যক্রম ৮ শাওয়াল থেকে ২০ শাওয়াল পর্যন্ত চলবে ৷

দারুশ-শরীয়াহ শাহপরীর দ্বীপ : হিফজ বিভাগসহ কিতাব বিভাগ মুতাফাররিকা থেকে সিউম (সুল্লমুল উলুম) পর্যন্ত ভর্তি কার্যক্রম ৮ শাওয়াল থেকে ২০ শাওয়াল পর্যন্ত চলবে ৷

লেংগুবিল এমদাদীয়া মাদরাসা : হিফজ বিভাগসহ কিতাব বিভাগে মুতাফাররিকা থেকে ছাহারুম (শরহে জামী) পর্যন্ত ভর্তি কার্যক্রম ১০ শাওয়াল থেকে ১০ ব্যাপী চলবে ৷
বড় ডেইল হোসাইনিয়া মাদরাসা : হিফজ বিভাগসহ তাইসির (ইয়াজ দাহুম) থেকে পঞ্জুম (শরহে জামী) পর্যন্ত ভর্তি কার্যক্রম ১০ শাওয়াল থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী চলবে ৷

আনাছ বিন মালেক গোদার বিল মাদরাসা : শিক্ষা-পরিচালক জানান,হিফজ বিভাগসহ কিতাব বিভাগে মুতাফাররিকা থেকে ছাহারুম (শরহে জামী) পর্যন্ত ভর্তি কার্যক্রম ১০ শাওয়াল থেকে ২৫ শাওয়াল পর্যন্ত চলবে ৷

মাদরাসা ইবনে আব্বাস রা., লেদা : শিক্ষা-পরিচালক জানান,নূরানী ও হিফজ বিভাগসহ কিতাব বিভাগ মুতাফাররিকা থেকে ছাহারুম (শরহে জামী) পর্যন্ত ভর্তি কার্যক্রম ৮ শাওয়াল থেকে ২০ শাওয়াল পর্যন্ত চলবে ৷

এছাড়া টেকনাফে অন্যান্য প্রায় মাদরাসাগুলোর ভর্তি কার্যক্রম ৮ শাওয়াল থেকে শুরু হবে বলে জানা গেছে ৷

এসএস


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ