রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের

‘ইসলামি সংগীত চর্চা যেন শুধুমাত্র আল্লাহর জন্য হয়'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলোড়ন শিল্পীগোষ্ঠীর ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার রাজধানীর সদরঘাটের বিক্রমপুর গার্ডেন সিটির (৩য় তলা) আলোড়নের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের প্রধান পরিচালক শাহরিয়ার ইমরানের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক যুবায়ের আহমাদ সাকীর সঞ্চালনায় এ সভায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখার সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ শাহাদাত হুসাইন।

মতবিনিময় সভায় বক্তারা ঈদের স্মৃতিচারণ করে বলেন, মানুষের মাঝে এখন নৈতিকতার বড়ই অভাব। প্রতিনিয়ত মানুষের প্রতি মানুষ এখন অপ্রিয় হয়ে উঠছে। এর সমাধান হতে পারে শিল্পী, সাহিত্যিকদের দ্বারা, আমাদের প্রচুর পরিমাণে ইসলামি সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সংগীত শিল্পীদের ভেতর একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ না করা, সংগীত যেন জাহান্নামের কারণ না হয়ে দাঁড়ায়, সাংস্কৃতিক কর্মীদের আমলের প্রতি সচেতন হতে হবে এবং ইসলামি সংগীত চর্চা যেন শুধুমাত্র আল্লাহর জন্য হয়।

তিনি আরো বলেন, পড়ালেখা ঠিক রেখে সংগীত সাধনা করতে হবে, ইসলামি সংগীতের মাধ্যমে দীনের দাওয়াত দিতে হবে এবং সর্বোপরি মানুষের কল্যাণে মানবতার জন্য ভালো কিছু উপহার দেওয়ার প্রতি বিশেষ তাগিদ প্রদান করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আশরাফ করিম, আবদুল ওয়াহিদ মাঝি, মাহদী হাসান আবরার, আবদুল্লাহ আল মারুফ, গীতিকার বুরহান রুমী, মাহদী হাসান আরাফ, আজাদ হুসাইন, ইসমাইল হুসাইন, মাইমুন আশরাফ, মাহফুজুর রহমান প্রমুখ।

বিসফটি – বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ