রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা

কারবালা নিয়ে শেখ এনামের গান ‘মুজে কুফা ওয়ালো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল ইসলাম কাসিমী: চলছে হিজরি সনের প্রথম মাস; মুহাররম। এ মাসটি কুরআনে বর্ণিত চারটি সম্মানিত মাসের একটি। মাসটি যেমন আমাদের কাছে অনেক ফজিলত সম্পন্ন। অন্যদিকে থেকে ঠিক তেমনি শোকে ভরপুর।

দশই মুহাররম পৃথিবীর ইতিহাসে ঘটে যায় একটি হৃদয়বিদারক ঘটনা। ইয়াজিদ বাহিনীর উপর্যপুরি তীরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে শাহাদাতের অমীয় সুধা পান করে মাটিতে লুটিয়ে পড়েন নবীজি দৌহিত্র হুসাইন রাযি.।

কারবালার আকাশ-বাতাস হুসাইনের ভালোবাসায় বুক ফাটা আর্তনাদে অশ্রু বিসর্জন করে। অসহায়ত্বের চাদরে আবৃত হয়ে সবকিছু। মাওলার পানে দু'হাত উঠিয়ে হুসাইন বলতে থাকেন, হে আল্লাহ! তুমি এদের গুনে গুনে রাখো, কাউকেও ছাড় দিও না’।

কারবালা নিয়ে অনেক পুস্তক রচনা হয়েছে। তৈরি হয়েছে অনেক ডকুমেন্টারিও৷ এবার উর্দু ভাষায় এক উর্দু কবির গান কভার করলেন ইনভাইট শিল্পী গোষ্ঠীর শেখ এনাম। পুরো গানটি ফুটে উঠেছে হজরত হুসাইন রা.-এর না বলা কারবালার আর্তনাদগুলো।

গানটির টাইটেল লিরিকের অর্থ হলো- 'হে কুফাবাসী! আমি আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে'। বেশ হৃদয়বিদারক কথামালা।

এনামের শান্তশিষ্ট কণ্ঠ গানটিকে অন্যরকম প্রাণ দিয়েছে। তাইতো ভারচুয়ালে প্রশংসায় ভাসছেন শেখ এনাম। গানটি প্রকাশ করেছে- জনপ্রিয় ইউটিউবে চ্যানেল; katib tv।

আপনার ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি। – বিস্তারিত জানুন

ম্যানেজমেন্টে ছিলেন কাতিব টিভি কর্ণধার ইনাম বিন সিদ্দিক। ভিডিও ক্লিপের ডিরেক্টর ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শালিন আহমেদ।

ইনভাইটের সংগীত পরিচালক আনওয়ারুল কারীম মুস্তাজাবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা পুরনো বেশ কয়েকটি গান নতুন করে করার কাজ হাতে নিয়েছি। তাছাড়া আরো কয়েকটি নতুন গানের কাজ চলছে। তা শিগগির কাতিব টিভিতে আসছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ