শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


আজ রাত আটটায় রেডিও টাচ এর ‘আড্ডা হবে গান কবিতায়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন রেডিও radiotouch24.com এর সাপ্তাহিক অনুষ্ঠান 'আড্ডা হবে গান কবিতায়'। প্রতি সোমবার রাত আটটায় শুরু হয় গান ও কবিতার জম্পেশ এই আড্ডা।

দেশবিখ্যাত ইসলামী সংগীতশিল্পী এবং আবৃত্তিশিল্পীরা পারফর্ম করেন এখানে। শিল্পীদের সুর মূর্ছনা ও আবৃত্তির নান্দনিক কারিশমায় ইতোমধ্যে শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে অনুষ্ঠানটি।

সেই ধারাবাহিকতায় আজ রাত আটটায় শুনবেন 'আড্ডা হবে গান কবিতায়'। এ সপ্তাহে অতিথি শিল্পী হিসেবে থাকবেন ইন্টারন্যাশনাল ইসলামিক আইডল Ask4gain এর দুই জনপ্রিয় সংগীতশিল্পী উবায়দুল্লাহ এবং আব্দুল্লাহ আল মুজাহিদ।

অনুষ্ঠান শুনতে পারবেন radiotouch24.com এর এ্যাপ এবং ওয়েবসাইটে। সরাসরি লাইভ দেখতে পারবেন radiotouch24.com এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেইজে। অনুষ্ঠানটির নিউজ পার্টনার হিসেবে রয়েছে ourislam24.com।

বাংলাদেশের একমাত্র ইসলামিক অনলাইন রেডিওস্টেশন radiotouch24.com। আড্ডা হবে গান কবিতার সঙ্গে আরো নতুন কিছু অনুষ্ঠান খুব শিগগিরই শুরু হবে।

বক্তার বক্তৃতা বা শিল্পির সঙ্গীত শুনে হাততালি দেওয়ার বিধান কি?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ