শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


তাবলিগের বিভক্তি নিয়ে 'আহবান' ছড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহবান
আব্দুস সামাদ আজিজ

ভায়ের রক্তে লাল করো না
তুরাগ নদীর পানি
বাম মহলে এটা নিয়ে
হচ্ছে কানাকানি।

আমরা সবাই নবীর সেনা
আল্লাহকে মানি
তবে কেন ভাইয়ে ভাইয়ে
এতো হানাহানি?

আমরা সবাই বীরের জাতি
একটি দেহের মতো
মিলেমিশে রুখে দেবো
বাতিল আছে যতো।

বিভেদ ভুলে এক পতাকার
ছায়া তলে আসো
ভাইয়ে ভাইয়ে হাত মিলিয়ে
দ্বীনকে ভালোবাসো।

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ