রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায়

আরবিতে সিরাতগ্রন্থ লিখলেন লোকমান আল মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল হক খান

আমাদের নবি শ্রেষ্ঠ নবি, সেরা নবি, প্রিয় নবি। আমরা শ্রেষ্ঠ নবির শ্রেষ্ঠ উম্মত। আমরা কিয়ামতের দিন অন্যান্য নবিদের নবুওয়াতের দায়িত্ব আদায়ের ব্যাপারে সাক্ষী হব। কতো মর্যাদা আমাদের, কতো শ্রেষ্ঠ আমরা।

আমাদের নবিকে নিয়ে সব ভাষায়ই রচিত হয়েছে কত শত কিতাব। ছোট বড় অনেক কিতাব। আমরা বাঙালি। আমাদের ভাষা বাংলা। আমরা বাংলা ভাষায় কথা বলি, বই লিখি। আরবি আমাদের ভাষা নয়, আরবের ভাষা, আমাদের নবির ভাষা, কুরআনের ভাষা, জান্নাতের ভাষা।

ইতোপূর্বে বাঙালী হয়েও আরবি ভাষায় কিতাব লিখেছেন জামিয়া রাহমানিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি হিফজুর রহমান, জামিয়া শারইয়্যাহ মালিবাগের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নাসিম আরাফাত ও মাওলানা মীযান হারুন।

তাদের সাথে যুক্ত হয়েছেন তরুণ লেখক লোকমান আল মাহমুদ। তিনি লিখেছেন রাসুলের সিরাত নিয়ে ছোট্ট একটি গ্রন্থ। নাম দিয়েছে- ‘ইযহুমা ফিলগার’ তাঁরা যখন গুহায়।

ছোট্ট এ বইটিকে ছোট ছোট ১০টি শিরোনামে সাজানো হয়েছে। বইটিতে আলোচনা করা হয়েছে- ইসলাম আগমনের পূর্বে মানুষের অবস্থা, রাসুল প্রেরণের উদ্দেশ্য, ইসলামের আহ্বান, রাসুলের উত্তম ব্যবহার, কষ্ট সহ্য, দীনের পথে অটলতা, সাহাবীদের হাবশা ও মদীনায় হিজরত, রাসুল হত্যার ষড়যন্ত্র, হিজরতের নির্দেশ।

আরো আলোচনা করা হয়েছে-রাসুল ও আবু বকরের হিজরত, গুহায় অবস্থান, কুবায় মসজিদ নির্মাণসহ আরো কিছু বিষয়ে।

বইটির শিরোনামগুলোর মধ্যে-ইসলামপূর্ব পৃথিবী, রাসুল প্রেরণ, ইসলামের আহ্বান ও কষ্ট সহ্য, মুসলমানদের মদিনায় হিজরত, রাসুলের হিজরত, মদিনার পথে, তারা যখন গুহায়, ভয় পেয়ো না প্রভু আমাদের সাথেই আছেন, ইসলামে প্রথম মসজিদ, মদিনার কাছাকাছি অতঃপর সংবর্ধনা।

ছোট্ট এ বইটির চমৎকার প্রচ্ছদ করেছেন মাওলানা ইবাদ বিন সিদ্দিক। ভূমিকা লিখেছেন, জামিয়া ইসলামিয়া মাসুমপুর সিলেটের উস্তাদ মাওলানা আবদুল কাদির মাসুম।

প্রকাশনায় সহযোগিতা করেছেন- মাওলানা মিজানুর রহমান মুরতাকী। বইটি উৎসর্গ করা হয়েছে- লেখকের মা-বাবা, তার ভাই আবদুল্লাহ ও তার উস্তাদ মুফতী শরীফুল ইসলামকে। আমরা লেখকের ইলমি ও আমলি তারাক্কি কামনা করি। শুভকামনা লেখকের জন্য।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ