সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

অর্থ আত্মসাতের অভিযোগে বন্ধ হচ্ছে ট্রাম্পের দাতব্য প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্থ আত্মসাতের অভিযোগে বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাতব্য প্রতিষ্ঠান। খবর বিবিসি

মঙ্গলবার ট্রাম্প ফাউন্ডেশন বন্ধের সিদ্ধান্তের কথা জানান নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল বারবারা আন্ডারউড। ফাউন্ডেশনের যে অর্থ এখন রয়েছে তা অ্যাটর্নি জেনারেলের তত্ত্বাবধানে অন্য দাতব্য সংস্থাকে দিয়ে দেওয়া হবে।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ট্রাম্প ও তার তিন সন্তান ব্যক্তিগত ও রাজনৈতিক লাভের উদ্দেশ্যে ওই ফাউন্ডেশনের অর্থ বেআইনিভাবে ব্যবহার করেছেন। এ অভিযোগে গত জুনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

যদিও ট্রাম্পের আইনজীবি একে ‘উদ্দেশ্যমূলক’ এবং বিষয়টিকে রাজনৈতিক বলেছেন।

ফাউন্ডেশন বন্ধ হয়ে গেলেও ডোনাল্ড ট্রাম্প, তার মেয়ে ইভাঙ্কা, ছেলে ডোনাল্ড জুনিয়র ও এরিকের বিরুদ্ধে মামলা চলবে জানা গেছে।

অ্যাটর্নি জেনারেলের অফিস জানিয়েছে, ট্রাম্প ফাউন্ডেশনকে এখন বিচারিক তত্ত্বাবধানে বন্ধ করে দেওয়া হবে। ফাউন্ডেশনের বাকি সম্পদ অন্য দাতব্য সংস্থার মাধ্যমে দান করে দেওয়া হবে।

যা ভালো মনে করবে, তাই করবে চীন: ট্রাম্পকে শি জিনপিং

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ