আওয়ার ইসলাম: পাকিস্তানকে শব্দের চেয়ে তিন গুণ বেশি গতিসম্পন্ন জাহাজধ্বংসকারী মিসাইল দিচ্ছে চীন।
চীনা ওই মিসলাটির নাম সিএম-৩০২। এ মিসাইল ছাড়াও পাক নৌসেনার জন্য আরও চারটি চীনা অস্ত্র তৈরি হচ্ছে সাংঘাইয়ের হুডং-ঝংহুয়া জাহাজঘাঁটিতে।
সামরিক বিশেষজ্ঞরা বলছেন, লক্ষ্য ধ্বংস করার জন্য সুপারসনিক গতি সম্পন্ন সিএম-৩০২ মিসাইল হাতে পেলে পাক নৌবাহিনী অনেকটাই ক্ষমতাশালী হয়ে যাবে।
তবে চীনের এ প্রক্রিয়ার উপর নজর রাখছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রালয়ের শীর্ষ কর্মকর্তারা।
তারা মনে করছে, পাকিস্তান এটি হাতে পেলে ভারতের জন্য হুমকি হতে পারে।
আরআর