বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

প্রকাশ হল সাইদ আহমদ পালনপুরির ‘দেওবন্দিয়ত ও আমরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আত্মসমালোচনা করতে পারাও একটি মহত গুন। যে জাতির মাঝে আত্মসমালোচনা নেই, তারা কখনও সফলকাম হতে পারেনা। আত্মসমালোচনা জীবনের লক্ষ্যকে সজীব রাখে।

পার্থিব জীবনে দায়িত্বশীলতা সৃষ্টি করে, পরকালীন জওয়াবদিহিতার চিন্তা বৃদ্ধি করে এবং বিবেককে শাণিত করে। করণীয় ও বর্জনীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভে সাহায্য করে। সর্বোপরি জীবনের উচ্চতম লক্ষ্যকে স্মরণ করিয়ে দিয়ে একজন প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠার কাজে সর্বদা প্রহরীর মত দায়িত্ব পালন করে।

ড.উমর উবাইদ হাসানা ‘আদাবুল ইখতিলাফ ফিল ইসলাম’ বইয়ের ভূমিকায় লিখেন, আমরা কমই আমাদের অভ্যন্তরীন বিষয়ে লক্ষ্য করি। কেননা মানুষের দোষত্রুটি নিয়ে নিয়োজিত থাকা, এর প্রচার করা এবং এর উপর পাতন, নিজেদের অভ্যন্তরীন কাঠামো এ চিন্তার সুযোগ দিচ্ছেনা। অথচ হাদিসে আছে, শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য, যাকে নিজের দোষত্রুটি অন্যের খুঁত অন্বেষণ করা থেকে নির্লিপ্ত রাখে।

উস্তাজে মুহতারাম মুফতি সাইদ আহমদ পালনপুরি জজিদা মাজদুহু গুলু ফিদ্বীন বইয়ে অভিমত ব্যক্ত করে লিখেন, অন্যদের সমালোচনার শিকার হওয়া থেকে নিজেদের দোষত্রুটি নিজেরাই বলা উত্তম। লেখক ‘দেওবন্দিয়ত ও আমরা’ বইটি এলক্ষ্যেই রচনা করেন।

বইয়ে দেওবন্দিয়ত-এর প্রধান বিষয়বস্তু; ইহয়াউস সুন্নাহ: সুন্নাহ প্রাণবন্ত করা। ইমহাউল বিদআহ: বিদআতের বিলোপসাধন এবং আত-তালাক্কি আনিস সালাফ: সালাফে সালেহিন থেকে দ্বীনের বিষয়বস্তু গ্রহণ করা ও প্রাসঙ্গিক নানান বিষয়ে তাত্ত্বিক আলোচনা করা হয়। আমাদের দেওবন্দিয়ত মিশন কী, আমরা কারা, দায়িত্বভার কী? লেখক তা দলিলভিত্তিক ফুটিয়ে তুলেছেন।

প্রকাশিতব্য বই: দেওবন্দিয়ত ও আমরা।
মূল: মুফতি সাইদ আহমাদ পালনপুরি।
লেখক: মুহাম্মদ উবায়দুল্লাহ আসআদ কাসেমি।
প্রকাশনী: মাকতাবাতুস সুন্নাহ,বাংলা বাজার,ঢাকা।
প্রকাশক: খালেদ সাইফুল্লাহ কাসেমি।
পৃষ্ঠাসংখ্যা: (অনুমানিক) ২৩০।
মূল্য: নির্ধারণ হয়নি।
প্রকাশকাল: ২৫ জানুয়ারি ২০১৯।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ