আওয়ার ইসলাম: বিশ্ব ইজতেমা নিয়ে যারা গ্রুপিং করে, আল্লাহতায়ালা তাদের পছন্দ করেন না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফী।
গতকাল সোমবার (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের আনোয়ারা বোয়ালিয়া ইসলামিয়া বড় মাদ্রাসা পরির্দশককালে তিনি এ মন্তব্য করেন।
প্রত্যেক পরিবার থেকে একজনকে আলেম বানানোর আহ্বান জানিয়ে আহমদ শফী বলেন, ‘একটা পরিবার থেকে একজন আলেম হলে পরকালে ওই আলেমের জন্য পরিবারের সবাই জান্নাতবাসী হবে। এ ছাড়া, দেশে আলেমের সংখ্যা বাড়লে সমাজে আলেম সমাজের শক্তি ও সম্মান বাড়বে।’
এসময় আরও ছিলেন– বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ূম শাহ্, হাটহাজারী মাদরাসার পরিচালক মুহাদ্দিস আল্লামা শেখ আহমদ, ফতেহপুর মাদরাসার পরিচালক মুফতি মাহমুদুল হাসান, কাফকো মসজিদের খতিব মুফতি আবুল হোসেন প্রমুখ।
কেপি