আওয়ার ইসলাম: পাকিস্তানের সাবেক বিচারপতি, ইসলামিক স্কলার আল্লামা তাকি উসমানির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার যাত্রবাড়ীতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
তিনি সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়ে আল্লামা তাকি উসমানি ও তার স্ত্রীর সুস্থতা কামনা করেন। পাশাপাশি হামলাকারী সন্ত্রাসীদের সনাক্ত করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানানোর জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি আহবান জানান।
ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, আল্লামা তাকি উসমানি মুসলিম উম্মাহর এক অমূল্য সম্পদ। তার ওপর সন্ত্রাসী হামলা সাধারণ কোন সন্ত্রাসী হামলা হিসেবে আমরা ধারণা করতে পারি না।
এটি মুসলিম উম্মাহর প্রতি চরম বিদ্বেষী চক্রের পরিকল্পিত হামলা বলে আমরা ধারণা করছি। তাই এ ঘটনাটির যথাযথ তদন্ত হওয়া উচিত বলে আমরা মনে করি।
আইএ