আওয়ার ইসলাম : শিশু-কিশোর ও তরুণদের মাঝে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাতের চর্চা বৃদ্ধি করতে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম দ্বিতীয়বারের মতো আয়োজন করেছিল “নবীজিকে চিঠি লিখে জিতে নাও পুরস্কার” প্রতিযোগিতা।
শনিবার (২৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ‘মুক্তিযুদ্ধে আলেমসমাজের অবদান শীর্ষক আলোচনা সভা ও নবীজিকে চিঠি লিখে জিতে নাও পুরস্কার বিতরণী’ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মাসজুড়ে এই মোবারক আয়োজনে দেশের বিভিন্ন জেলার মাদরাসা ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ‘নবীজিকে চিঠি লিখে জিতে নাও পুরস্কার’ প্রতিযোগিতার ২য় পর্বের বিজয়ী ১০ জনকে পুরস্কার দেয়া হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন কুষ্টিয়ার রাইফেলস পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ফাতিমা যাহরা।
দ্বিতীয় স্থান অর্জন করেন শেখ জনুরুদ্দিন দারুল কুরআন চৌধুরী পাড়া মাদরাসার হেদায়েতুন্নাহু জামাতের শিক্ষার্থী আহমদ তারেক এবং তৃতীয় স্থান অর্জন করেন জামিয়াতুস সুন্নাহ শিবচর মাদারীপুরের জালালাইন জামাতের শিক্ষার্থী শেখ সুলাইমান।
পুরস্কার বিজয়ীয় অন্যরা হলেন- মাসউদুর রহমান, শিক্ষার্থী, জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর, ঢাকা, মুহাম্মদ যায়েদ হাসান, জামিয়া রাহমানিয়া আরাবিয়া মুহাম্মদপুর ঢাকা, সুমাইয়া মারজান, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসা, হবিগঞ্জ, মাহফুজ আলম, শিক্ষার্থী শেখ জনুরুদ্দিন দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসা, তাজুল ইসলাম মিসবাহ, শিক্ষার্থী, জামিয়া কাসিমুল উলুম বাহুবল হবিগঞ্জ, মুহাম্মদ শরিফুল ইসলাম, নটরডেম কলেজ ঢাকা, এবং হাসিবুল হক, পল্লবী আফতাব উদ্দিন মাদরাসা, ঢাকা।

প্রতিযোগিতার পুরস্কারে স্পন্সর ছিলো, অভিজাত প্রকাশনী মাকতাবাতুল আখতার, ই-কমার্স বিজনেসে আস্থা ও বিশ্বাসের প্রতীক মেগা বুকশপ রকমারি ডটকম, মাদানী কুতুবখানা, মাকতাবাতুল ইসলাম ও সারফ ফার্মাসিউটিক্যাল ইউনানী বাংলাদেশ।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিজয়ীকে ল্যাপটপ ও বাইসাইকেল পুরস্কার দেয়া হয় এবং বাকি ৭ জনকে দেয়া হয় বই পুরস্কার।
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক মুহাম্মদ আমিমুল ইহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব।
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক রোকন রাইয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি।

আলোচনা পেশ করেন, শিক্ষাবিদ আলেম সাংবাদিক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, ইসলামিক ফাউান্ডেশনের উপপরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ, চিন্তক আলেম মুহাম্মদ যাইনুল আবিদীন, প্রকৌশলী আলী আবদুল মুনতাকিম, মাকতাবাতুল আখতারের কর্ণধার মাওলানা আহমদ আলী, কওমি কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা আবদুস সামাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সহসভাপতি মাওলানা মুজিবুর রহমান হামিদী, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, রকমারি ডটকমের পাবলিক রিলেশন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান সাদী, বার্তা২৪ ডটকমের ইসলাম বিভাগের প্রধান মুফতি এনায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর।
এছাড়াও আরও বক্তব্য দেন, মাইলস্টোন কলেজের সহকারী অধ্যাপক ছফিউল্লাহ হাশেমী, শীলন বাংলার সম্পাদক মাসউদুল কাদির, ইসলামী লেখক ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা মুনীরুল ইসলাম, ইসলাম প্রতিদিন সম্পাদক মাওলানা মিরাজ রহমান, মাদরাসাতুল বালাগের প্রিন্সিপাল মুফতি আহসান শরীফ, পীর ইয়েমেনী জামে মসজিদের খতিব মাওলানা ইমরানুল বারী সিরাজী, মাকতাবাতুল ইসলামের স্বত্ত্বাধীকারী মাওলানা আহমদ গালীব প্রমুখ।
অনুষ্ঠানে বক্তাগণ মুক্তিযুদ্ধে আলেমদের অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি মুক্তিযোদ্ধা আলেমদের সঠিক কদর ও পরিচর্চার আহ্বান জানান।
আরআর