রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

৫০ জন বয়স্ক মুসল্লীকে কুরআন শরীফের সবক প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর কামরাঙ্গীরচরস্থ চান সাদেক জামে মসজিদে প্রায় ৫০ জন বয়স্ক শিক্ষার্থীদের কুরআন শরীফ প্রদান উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২৯ এপ্রিল (সোমবার) বাদ এশা অত্র মসজিদের ইমাম মুফতি আকরাম হুসাইনের মাসব্যাপী প্রচেষ্টায় তাদের হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেয়া হয়। আর কুরআন শরীফের উদ্বোধনী ক্লাস প্রদান করেন, শায়খুল হাদীস শেখ আজীমুদ্দীন।

সভাপতির ভাষণে মুফতি আকরাম হুসাইন কৃতজ্ঞতা ও উৎফুল্লতা প্রকাশ করে বলেন, এইতো গত ১লা এপ্রিল থেকে শুরু হলো মুসল্লীদের জন্য কুরআন শিক্ষার এই ক্লাস। আজ ২৯ এপ্রিল, মাত্র মাসখানেক সময়ের ব্যবধানে তারা এখন কুরআন শরীফ পড়তে শিখেছে।

কিছুদিন আগেও যারা কুরআন শরীফ পড়াকে অসম্ভব মনে করতো, তারা এখন কুরআন হাতে দিব্যি পড়ছে আর খতম করার স্বপ্ন নিয়ে এগুচ্ছে। দোয়া করি, আল্লাহ এসব মুসল্লী ভাইদের হিম্মত বাড়িয়ে দিন এবং প্রত্যেককে কুরআন শরীফের সাথে মুহাব্বত সৃষ্টি করে দিন। কুরআনের প্রত্যেকটি বিধি-বিধান মানার ও আমল করার তাওফিক দান করুন।

এরপর আরেক বক্তা বলেন, কুরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে দামী কিতাব। এটি আল্লাহ প্রেরিত বাণী সম্বলিত মূল্যবান গ্রন্থ। এর মাঝেই রয়েছে মানবতার ইহলোৗকিক-পারলৌকিক যাবতীয় সফলতা ও মুক্তির পথনির্দেশ।

আমাদের সকলকে এই কুরআন শিখতে হবে। সেই সঙ্গে সারাদেশের মসজিদগুলোতে যদি এইভাবে বয়স্ক মুসল্লীদেরকে কুরআন শিখানোর ক্লাসের ব্যবস্থা করা হয় তবে অচিরেই প্রত্যেকটি মুসলমান কুরআন তিলাওয়াত করতে পারবে ইনশাআল্লাহ।

বিশেষ এ দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন, জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ কামরাঙ্গীরচর থানা সভাপতি মুফতি ইলিয়াছ মাদারীপুরী, সিদ্দীকুর রহমান, ‍নাঈম আরাফাত নূরী ও মাওলানা মহিউদ্দীন প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ