সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭


নেপালে যাত্রীবাহী বাস নদীতে, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে ৫ যাত্রী নিহত হন। আহত হয়েছেন অন্তত ২৮ জন।

রোববার ভোরে ধাদিং জেলায় এ দুর্গটনা ঘটে বলে জানিয়েছে নেপালের স্থানীয় সংবাদমাধ্যম। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়েছে।

জানা যায়, বাসটি কাকারভিট্টা থেকে থেকে রাজধানী কাঠমান্ডু যাচ্ছিল। পাহাড়ি পথে নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশুলি নদীর ৬০ গভীরে তলিয়ে যায়।

স্থানীয় জেলার পুলিশ সুপার রাজকুমার বাইড্ডার জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই এক নারীসহ ৫ যাত্রী নিহত হন।  ২৮ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ১৪ জনকে কাঠমান্ডুর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হতাহতদের পরিচয় এখনও জানানো হয়নি। তবে শিগহিগরই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ