সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

দারুল উলুম দেওবন্দকে সামরিক পদক দিলেন ভারতের সেনা প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

দারুল উলুম দেওবন্দ মাদরাসাকে শিক্ষা সংস্কৃতি ও ঐতিহাসিক অবদান রাখায় সামরিক পদক দিলেন ভারত।

গতকাল শনিবার (২২ জুন) ভারতের মেজর জেনারেল সুভাষ শরিন দারুল উলুম দেওবন্দ মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসেম নুমানীর হাতে এ পদক তুলে দেন। উপস্থিত ছিলেন, কর্নেল কালিদীপ কুমার ও অন্যান্য সামরিক কর্মকর্তা। সেসময় তারা দারুল উলুম দেওবন্দ পরিদর্শন করেন।

মেজর জেনারেল সুভাষ শরিন বলেন, দারুল উলুম দেওবন্দ দীর্ঘ দিন ধরে ভারতের মুসলিমদের শিক্ষা সংস্কৃতিতে অবদান রেখে আসছে। আমরা সরকারের পক্ষ থেকে দারুল উলুম দেওবন্দকে এ পদক দিয়ে সম্মান জানাচ্ছি।

দারুল উলুম দেওবন্দ পরিদর্শন করে আরো বলেন, আমি এ মহান জায়গায় এসে খুব আনন্দ বোধ করছি। তিনি বলেন, আমরা সেনাবাহিনীতে দারুল উলুমের ছাত্র নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছি। তারা সেনাবাহিনীতে সম্মানের পদ ইমামের দায়িত্ব পালন করবেন।

পরিদর্শনের সময় মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসিম নুমানি বলেন, দারুল উলুম একটি ধর্মীয় শিক্ষালয়, সংগঠন, যার আন্দোলন বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে।

তিনি দারুল উলুমের শিক্ষা, পাঠ্যক্রম পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তাদের সামনে। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ নাগরিক তৈরি করি। দেশপ্রেম ও দেশের সাক্ষরতা মিশন এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করি।

সূত্র: জারবে দেওবন্দ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ