মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

দারুল উলুম দেওবন্দকে সামরিক পদক দিলেন ভারতের সেনা প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

দারুল উলুম দেওবন্দ মাদরাসাকে শিক্ষা সংস্কৃতি ও ঐতিহাসিক অবদান রাখায় সামরিক পদক দিলেন ভারত।

গতকাল শনিবার (২২ জুন) ভারতের মেজর জেনারেল সুভাষ শরিন দারুল উলুম দেওবন্দ মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসেম নুমানীর হাতে এ পদক তুলে দেন। উপস্থিত ছিলেন, কর্নেল কালিদীপ কুমার ও অন্যান্য সামরিক কর্মকর্তা। সেসময় তারা দারুল উলুম দেওবন্দ পরিদর্শন করেন।

মেজর জেনারেল সুভাষ শরিন বলেন, দারুল উলুম দেওবন্দ দীর্ঘ দিন ধরে ভারতের মুসলিমদের শিক্ষা সংস্কৃতিতে অবদান রেখে আসছে। আমরা সরকারের পক্ষ থেকে দারুল উলুম দেওবন্দকে এ পদক দিয়ে সম্মান জানাচ্ছি।

দারুল উলুম দেওবন্দ পরিদর্শন করে আরো বলেন, আমি এ মহান জায়গায় এসে খুব আনন্দ বোধ করছি। তিনি বলেন, আমরা সেনাবাহিনীতে দারুল উলুমের ছাত্র নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছি। তারা সেনাবাহিনীতে সম্মানের পদ ইমামের দায়িত্ব পালন করবেন।

পরিদর্শনের সময় মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসিম নুমানি বলেন, দারুল উলুম একটি ধর্মীয় শিক্ষালয়, সংগঠন, যার আন্দোলন বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে।

তিনি দারুল উলুমের শিক্ষা, পাঠ্যক্রম পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তাদের সামনে। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ নাগরিক তৈরি করি। দেশপ্রেম ও দেশের সাক্ষরতা মিশন এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করি।

সূত্র: জারবে দেওবন্দ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ